নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক: জাতিসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবে তালিবান। বিবিসির খবর অনুযায়ী, জাতিসঙ্ঘের তরফ থেকে বিদেশমন্ত্রী গোষ্ঠী তালিবানকে জাতিসঙ্ঘে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আমন্ত্রণপত্র গ্রহণ করেছে তালিবান। জাতিসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেওয়ার জন্য তারা সুহেল শাহিনকে পাঠাচ্ছে।
জাতিসঙ্ঘের মুখপাত্র এই খবর দিয়ে বলেছেন, চিন, রাশিয়া, আমেরিকা-সহ নটি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে তালিবানকে সাধারণ সভায় ভাষণ দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। সূত্রের খবর, জাতিসঙ্ঘের সাধারণ সভার শেষ দিনে সুহেল শাহিন ভাষণ দেবেন।
বিবিসির খবর অনুযায়ী, কাতার জানিয়েছে তালিবানকে একঘরে করে রাখা ঠিক হবে না। আন্তর্জাতিক রাজনীতির মূল স্রোতে তালিবানকে ফেরাতে দরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। সেই সঙ্গে দরকার তাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া।
এই আমন্ত্রণের সঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসছে। আর সেই প্রশ্ন হল, তাহলে কি জাতিসঙ্ঘ আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে? আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, সরাসরি না হলেও ঘুরিয়ে তালিবান সরকারকে মেনে নিচ্ছে জাতিসঙ্ঘ। তবে জাতিসঙ্ঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে গুলাম ইসাকজাই থাকছেন। যদিও তালিবানের তরফ থেকে বলা হয়েছে, গুলাম ইসাকজাইকে তারা জাতিসঙ্ঘের স্থায়ী প্রতিনিধি হিসেব মান্যতা দিচ্ছে না। সেই সঙ্গে তারা এও বলেছে, আসরাফ গানি যে আফগানিস্তানের প্রেসিডেন্ট নন, সেটাও আন্তর্জাতিক মহল মেনে নিয়েছে।