মাঝ আকাশে ইঞ্জিনে ভয়াবহ আগুন, ২০০ যাত্রীর প্রান বাঁচালেন পাইলট
Share Link:

নিজস্ব প্রতিনিধি: পাইলটের তৎপরতায় বেঁচে গেল কয়েকশো প্রাণ। শনিবার ইউনাইটেড এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। জরুরিকালিন অবতরণের সময়ই ভেঙ্গে পরে ইঞ্জিনটি। হতাহতের কোনও খবর নেই।
সুত্রের খবর, প্লেনটি টেক অফ করার সময়ই আগুন ধরে যায়। ২৩১ জন যাত্রী ও ১০ জন কেবিন কর্মীকে নিয়ে ডেনভার থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় মাঝপথেই অবতরন করতে বাধ্য হন পাইলট। অবতরণের পরে কর্তৃপক্ষের তরফে জানান হয়, সব যাত্রীই সুরক্ষিত আছেন।
একজন যাত্রী প্লেনের ভিতর থেকেই পুরো ঘটনাটি মোবাইলের ক্যামেরা বন্দি করেন। সেখানে দেখা যায়, বোয়িং ৭৭৭-২০০ বিমানটি একটি ফাঁকা জায়গার উপর দিয়ে উড়ছিল এবং ডান দিকের ইঞ্জিনটি জ্বলন্ত অবস্থাতেই ঘুরপাক খাচ্ছিল।
আতঙ্কিত যাত্রীদের একজন জানালেন, “এক মুহূর্তে মনে হয়েছিল আমরা হয়তো মারাই যাব। প্লেনটি খুবই দ্রুত গতিতে নীচের দিকে নেমে যাচ্ছিল। আমার স্ত্রীর হাত ধরে বলেছিলাম এখানেই আমাদের জীবন শেষ।”
ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “ইউএ ৩২৮ বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায় উড়ানের পরমুহূর্তেই। বিমানটির জরুরি অবতরণ করানো গিয়েছে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। সবাইকে ফিরিয়ে আনা হয়েছে।”
কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত যাত্রীরা পুনরায় বিমানে যেতে চাননি তাঁদের হোটেলে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়।
সুত্রের খবর, প্লেনটি টেক অফ করার সময়ই আগুন ধরে যায়। ২৩১ জন যাত্রী ও ১০ জন কেবিন কর্মীকে নিয়ে ডেনভার থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় মাঝপথেই অবতরন করতে বাধ্য হন পাইলট। অবতরণের পরে কর্তৃপক্ষের তরফে জানান হয়, সব যাত্রীই সুরক্ষিত আছেন।
একজন যাত্রী প্লেনের ভিতর থেকেই পুরো ঘটনাটি মোবাইলের ক্যামেরা বন্দি করেন। সেখানে দেখা যায়, বোয়িং ৭৭৭-২০০ বিমানটি একটি ফাঁকা জায়গার উপর দিয়ে উড়ছিল এবং ডান দিকের ইঞ্জিনটি জ্বলন্ত অবস্থাতেই ঘুরপাক খাচ্ছিল।
আতঙ্কিত যাত্রীদের একজন জানালেন, “এক মুহূর্তে মনে হয়েছিল আমরা হয়তো মারাই যাব। প্লেনটি খুবই দ্রুত গতিতে নীচের দিকে নেমে যাচ্ছিল। আমার স্ত্রীর হাত ধরে বলেছিলাম এখানেই আমাদের জীবন শেষ।”
ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “ইউএ ৩২৮ বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায় উড়ানের পরমুহূর্তেই। বিমানটির জরুরি অবতরণ করানো গিয়েছে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। সবাইকে ফিরিয়ে আনা হয়েছে।”
কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত যাত্রীরা পুনরায় বিমানে যেতে চাননি তাঁদের হোটেলে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment