বিয়ে ভাঙতে চুরি, অতঃপর যা হল...
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এদিকে প্রেমিকার সঙ্গে কোনও বনিবনাই নেই। তাঁর বক্রহাসি, তির্যক কথার খোঁচায় প্রাণ রীতিমতো ওষ্ঠাগত। তাঁদের নিত্যদিনের কলহের জেরে পাড়া প্রতিবেশীর কান পাতা দায়। কিন্তু তাতেও প্রেমিককে ছাড়তে একেবারেই নারাজ প্রেমিকা। দাবি একটাই, বিয়ে করতে হবে। এদিকে ভালভাসার চাপে পড়ে প্রেমিকের প্রাণ পাখি উড়ল বলে। মুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছেন হন্যে হয়ে। শেষে কোনও উপায়ান্তর না দেখে প্রেমিকার হাত থেকে বাঁচতে একেবারে সোজা জেলেই চলে যাবেন ঠিক করলেন। ব্যস, যেমন ভাবা তেমন কাজ। চুরির দায়ে ধরা পড়ে জেলে গিয়েই জীবনে শান্তি ফিরিয়ে আনলেন চেন।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। দিনকয়েক আগে সাংহাইয়ের হুয়াশান রোডের একটি ডান্স স্টুডিয়োতে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে চোর মাত্র ২১ হাজার টাকার একটি স্পিকার চুরি করেছেন। তাছাড়া সিসিটিভি ফুটেজে একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই চোরের মুখ। তাই অল্পক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় চেনকে। কিন্তু পুলিসের সন্দেহ কোনোভাবেই কাটছিল না। চোর যেন নিজেই চায় ধরা পড়তে। কিন্তু কেন? প্রশ্ন করতেই যা উত্তর মিলল তাতে একবারে চোখ কপালে উঠল পুলিসের। চেন স্পষ্টই জানায়, তিনি আগাগোড়া চেয়েছিলেন পুলিশ তাঁকে গ্রেপ্তার করুক। তাছাড়া তিনি দোকানের মালিকের খুব বড়ো কোনও লোকসান করাতে চাননি। তাই ওই স্বল্পমুল্যের জিনিসটি চুরি করেন। আর তাঁর এতসব কাণ্ড ঘটানোর মূলে রয়েছে একটাই কারণ। প্রেমিকার হাত থেকে মুক্তি। চেনের দৃঢ় বিশ্বাস প্রেমিকা কখনই জেল খাটা আসামীকে বিয়ে করতে চাইবেন না। সুতরাং আপাতত জেলই চেনের আনন্দ আশ্রম।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। দিনকয়েক আগে সাংহাইয়ের হুয়াশান রোডের একটি ডান্স স্টুডিয়োতে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে চোর মাত্র ২১ হাজার টাকার একটি স্পিকার চুরি করেছেন। তাছাড়া সিসিটিভি ফুটেজে একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই চোরের মুখ। তাই অল্পক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয় চেনকে। কিন্তু পুলিসের সন্দেহ কোনোভাবেই কাটছিল না। চোর যেন নিজেই চায় ধরা পড়তে। কিন্তু কেন? প্রশ্ন করতেই যা উত্তর মিলল তাতে একবারে চোখ কপালে উঠল পুলিসের। চেন স্পষ্টই জানায়, তিনি আগাগোড়া চেয়েছিলেন পুলিশ তাঁকে গ্রেপ্তার করুক। তাছাড়া তিনি দোকানের মালিকের খুব বড়ো কোনও লোকসান করাতে চাননি। তাই ওই স্বল্পমুল্যের জিনিসটি চুরি করেন। আর তাঁর এতসব কাণ্ড ঘটানোর মূলে রয়েছে একটাই কারণ। প্রেমিকার হাত থেকে মুক্তি। চেনের দৃঢ় বিশ্বাস প্রেমিকা কখনই জেল খাটা আসামীকে বিয়ে করতে চাইবেন না। সুতরাং আপাতত জেলই চেনের আনন্দ আশ্রম।
More News:
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
Leave A Comment