এই মুহূর্তে




উত্তরসূরি হিসাবে বউমা লারাকে বেছে নিলেন ট্রাম্প, লড়বেন সিনেট নির্বাচনে




নিজস্ব প্রতিনিধি: আমেরিকার পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর নির্বাচনে পুত্রবধূ লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করলেন ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের সিনেট নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লারা ট্রাম্প। বিষয়টি নিজেই জানিয়েছেন আমেরিকার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, লারা ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের স্ত্রী। বর্তমানে এই দম্পতি ফ্লোরিডায় থাকেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার ছিলেন লারা। এছাড়া বর্তমানে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।

মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেছেন, লারা নর্থ ক্যারোলিনায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি লালিত হয়েছেন ফ্লোরিডায়। তাঁর পরিবার সেখানেই স্থায়ীভাবে আছেন। সে একজন চমৎকার মানুষ। আমি সবসময়েই লারাকে পার্লামেন্ট নির্বাচনে সামিল করাতে চাইতাম। এখন সে নর্থ ক্যারোলিনায় থাকেন না, কিন্তু তিনি মনেপ্রাণে এখনও নর্থ ক্যারোলিনার বাসিন্দা। তাই আমি চাই লারা এবার পার্লামেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুক।’ গতকাল সিনেটে ট্রাম্প প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। যেখানে ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের স্বাস্থ্যবিমাতে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এবার এই বিলটি যাবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখান থেকে আইন পাস হলে তবেই এটি কার্যকর হবে। কিন্তু মঙ্গলবার সিনেটে ভোটাভুটির সময়ে নর্থ ক্যারোলাইনার সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। সূত্রের খবর, বিলটির বিপক্ষে ভোট দেওয়ার কারণেই থম টিলিসের উপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তাই তিনি আসন্ন সিনেট নির্বাচনে টিলিসকে মনোনয়ন না দিয়ে নর্থ ক্যারোলাইনার ওই আসনের জন্যে পুত্রবধু লারাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য, যার মধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মোট আসনসংখ্যা রয়েছে ১০০টি। বেশিরভাগ অঙ্গরাজ্যগুলিতে রিপাবলিকান নয়তো ডেমোক্রেটিক পার্টির দাপট। তবে এর বাইরেও কিছু অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক কারোরি দখল নেই। তাই আমেরিকার অল্প কয়েকটি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের সময় রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নর্থ ক্যারোলাইনা সেই অঙ্গরাজ্যগুলির মধ্যে একটি। এবার সিনেট নির্বাচনে পুত্রবধূ লারা ট্রাম্পকে প্রার্থী করার সিদ্ধান্ত ট্রাম্পের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৬০

দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘দেশে ভিক্ষুক নেই’, বিতর্কিত মন্তব্যের জেরে পদ হারালেন কিউবার মন্ত্রী

পাকিস্তানে পেট্রোলের লিটার ২৭২ টাকা, ডিজেলের দাম গগনচুম্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ