অবশেষে লন্ডন জাদুঘরে ঠাঁই হচ্ছে ‘শিশু ট্রাম্পের’
Share Link:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ায় হোয়াইট হাউস থেকে বিদায় নিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র ২৪ ঘন্টা বাদেই নয়া ঠিকানায় উঠে যাবেন তিনি। আর বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের মতোই ঠিকানা বদল হচ্ছে ‘শিশু ট্রাম্পের’। লন্ডনের জাদুঘরে ঠাঁই হচ্ছের ‘শিশু ট্রাম্পের’ আদলে বানানো ব্যঙ্গমূর্তি বেবি ব্লিম্পের। আর বেবি ব্লিম্পকে দর্শনার্থীদের জন্য রাখতে পেরে যথেষ্টই উল্লসিত লন্ডন জাদুঘরের পরিচালক শ্যারন এমেন্ট।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যতই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হোন না কেন, রানির দেশের লোক খুব একটা পছন্দ করেন না তাঁকে। তাই ২০১৮ সালে যখন ব্রিটেন সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তখন বিক্ষোভে ফুঁসে উঠেছিলেন ব্রিটেনবাসী। ট্রাম্পের বিরুদ্ধে লন্ডনের রাস্তায় মিছিলও বের করেছিলেন। তবে সেই মিছিলে সবচেয়ে নজর কেড়েছিল শিশু ট্রাম্পের আদলে তৈরি ‘বেবি ব্লিম্প’। সবকিছু ছাপিয়ে সেই সময়ে এই বেবি ব্লিম্পই হয়ে উঠেছিল প্রতিবাদের কেন্দ্রবিন্দু।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সফরের লন্ডন সফরের সময়ে ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় একাধিক মানবাধিকার ও শিশু সংগঠন। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি যাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে পড়ে তার জন্য লন্ডনের এক পানশালাতে বসেই ‘শিশু ট্রাম্পের’ আদলে ‘বেবি ব্লিম্প’ বানানোর পরিকল্পনা করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। আর তার পরেই বিশাল এক বেলুনকে শিশু ট্রাম্পের আদলে গড়ে তোলা হয়। যার মাথার চুল হলুদ রঙের, হাতে মোবাইল ফোন। দৈত্যাকৃতির ওই শিশু ট্রাম্প দেখতে লন্ডনের রাজপথে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। গোটা বিশ্বের সংবাদমাধ্যমের দৌলতে রাতারাতি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল বেবি ব্লিম্প। লন্ডনে সংসদ ভবনের সামনেই এতদিন রাখা হয়েছিল ওই দৈত্যাকৃতির বেলুন।
লন্ডন জাদুঘরের পরিচালক শ্যারন এমেন্ট সাংবাদিকদের বলেছেন, ‘বেবি ব্লিম্পটি সংগ্রহ করতে পেরে আমরা খুশি। আশা করি এই বেবি ব্লিম্প ট্রাম্পের বিপক্ষে লন্ডনে যে আন্দোলন হয়েছিল, সেই স্মৃতি মনে করিয়ে দেবে।’
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যতই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হোন না কেন, রানির দেশের লোক খুব একটা পছন্দ করেন না তাঁকে। তাই ২০১৮ সালে যখন ব্রিটেন সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তখন বিক্ষোভে ফুঁসে উঠেছিলেন ব্রিটেনবাসী। ট্রাম্পের বিরুদ্ধে লন্ডনের রাস্তায় মিছিলও বের করেছিলেন। তবে সেই মিছিলে সবচেয়ে নজর কেড়েছিল শিশু ট্রাম্পের আদলে তৈরি ‘বেবি ব্লিম্প’। সবকিছু ছাপিয়ে সেই সময়ে এই বেবি ব্লিম্পই হয়ে উঠেছিল প্রতিবাদের কেন্দ্রবিন্দু।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সফরের লন্ডন সফরের সময়ে ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় একাধিক মানবাধিকার ও শিশু সংগঠন। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি যাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে পড়ে তার জন্য লন্ডনের এক পানশালাতে বসেই ‘শিশু ট্রাম্পের’ আদলে ‘বেবি ব্লিম্প’ বানানোর পরিকল্পনা করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। আর তার পরেই বিশাল এক বেলুনকে শিশু ট্রাম্পের আদলে গড়ে তোলা হয়। যার মাথার চুল হলুদ রঙের, হাতে মোবাইল ফোন। দৈত্যাকৃতির ওই শিশু ট্রাম্প দেখতে লন্ডনের রাজপথে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। গোটা বিশ্বের সংবাদমাধ্যমের দৌলতে রাতারাতি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল বেবি ব্লিম্প। লন্ডনে সংসদ ভবনের সামনেই এতদিন রাখা হয়েছিল ওই দৈত্যাকৃতির বেলুন।
লন্ডন জাদুঘরের পরিচালক শ্যারন এমেন্ট সাংবাদিকদের বলেছেন, ‘বেবি ব্লিম্পটি সংগ্রহ করতে পেরে আমরা খুশি। আশা করি এই বেবি ব্লিম্প ট্রাম্পের বিপক্ষে লন্ডনে যে আন্দোলন হয়েছিল, সেই স্মৃতি মনে করিয়ে দেবে।’
More News:
26th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
22nd February 2021
22nd February 2021
22nd February 2021
21st February 2021
মাঝ আকাশে ইঞ্জিনে ভয়াবহ আগুন, ২০০ যাত্রীর প্রান বাঁচালেন পাইলট
20th February 2021
Leave A Comment