করোনার মৃত্যুঝড়ে ফের বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শীত পড়তে না পড়তেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফের করোনার মৃত্যুঝড় শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৩৯ জন। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। আগের দিন প্রাণ হারিয়েছিলেন ২ হাজার ১৪৬ জন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষের বেশি মানুষ। দেশজুড়ে করোনার মৃত্যুঝড়ের মধ্যেই আজ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং’ উৎসব পালনে মেতে উঠেছেন মার্কিন নাগরিকরা। আর তাতেই অশনিসঙ্কেত দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া মারণ ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রমণ আর মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত বিশ্বে শীর্ষেই রয়েছে সবচেয়ে শক্তিধর দেশটি। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসের শুরু থেকে ফের মহামারী তাণ্ডব শুরু করেছে। আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিশ্চিত হতে করোনা মোকাবিলায় কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন। মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩ জন। তার মধ্যে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২৪ হাজার ১৫০ জন।
মাঝে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতের কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দেশকে। যদিও ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের শীর্ষে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। করোনার মৃত্যুঝড়ের মাঝেও কিছুটা হলে ভ্যাকসিন পাওয়ার আশায় বুক বাঁধছেন মার্কিন নাগরিকরা। আগামী ১১ কিংবা ১২ ডিসেম্বর থেকে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে মহামারী মোকাবিলায় গঠিত কোভিড টাস্ক ফোর্স।
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া মারণ ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রমণ আর মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত বিশ্বে শীর্ষেই রয়েছে সবচেয়ে শক্তিধর দেশটি। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসের শুরু থেকে ফের মহামারী তাণ্ডব শুরু করেছে। আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিশ্চিত হতে করোনা মোকাবিলায় কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন। মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩ জন। তার মধ্যে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২৪ হাজার ১৫০ জন।
মাঝে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতের কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দেশকে। যদিও ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের শীর্ষে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। করোনার মৃত্যুঝড়ের মাঝেও কিছুটা হলে ভ্যাকসিন পাওয়ার আশায় বুক বাঁধছেন মার্কিন নাগরিকরা। আগামী ১১ কিংবা ১২ ডিসেম্বর থেকে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে মহামারী মোকাবিলায় গঠিত কোভিড টাস্ক ফোর্স।
More News:
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং
23rd January 2021
23rd January 2021
ক্যাপিটালে আক্রান্ত ২০০ ন্যাশনাল গার্ড, ক্ষমাপ্রার্থী বাইডেন
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
Leave A Comment