এই মুহূর্তে




মার্কিন যুক্তরাষ্ট্রে ইসকন মন্দিরে লাগাতার হামলা বন্দুকবাজের, ২০-৩০ রাউন্ড গুলি




আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে গত জুন মাসে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এক অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজ। মন্দিরের বিভিন্ন জায়গাকে একাধিকবার নিশানা করে গুলি চালানো হয়েছে। কমপক্ষে ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। ওই গুলিতে কোনও প্রাণহানি না ঘটলেও মন্দিরের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, হিন্দু বিদ্বেষ থেকেই ওই গুলি চলেছে। স্থানীয় প্রশাসনের কাছেও বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শুরু হলেও হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করা যায়নি।

উটাহের স্প্যানিশ ফর্কে অবস্থিত ইসকনের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সহ প্রতিষ্ঠাতা বৈভবী দেবী সাংবাদিকদের জানিয়েছেন, গত জুন মাসে বেশ কয়েকবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। ওই গুলিতে মন্দিরের মূল কাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মধ্যে রয়েছে মূল উপাসনা কক্ষের জানলা।

নব্বইয়ের দশকের শেষের দিকে প্রায় ১৫ একর জমির উপরে গড়ে তোলা হয়েছিল মন্দির। মার্কিন মুলুকের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ওই মন্দিরে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু গত জুন মাসে আচমকাই মন্দির লক্ষ্য করে হামলা চালানো শুরু হয়। উটাহ কাউন্টি শেরিফের অফিসের তরফে হামলার  বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেরিফ কার্যালয়ের তরফে হিন্দু বিদ্বেষের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রেসিডেন্ট ভাই ওয়ার্ডেন জানান, গত ১৮ জুন রাতে প্রথম গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। মন্দির সংলগ্ন কৃষ্ণ রেডিও স্টেশন ভবনের কাছে একটি বিকট শব্দ শুনতে পান ভক্তরা। প্রাথমিকভাবে, অনেকে ভেবেছিলেন হয়তো আতশবাজি পোড়ানো হয়েছে। কিন্তু পরের দিন সকালে, মন্দিরের দেওয়াল এবং জানালায় গুলির চিহ্ন দেখা যায়। এর পর গত ২০ জুন আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি  ফুটেজে দেখা গিয়েছে,  একটি গাড়ি মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে আসছে এবং মন্দিরের গেটে দাঁড়ানোর পরই ভিতর থেকে কেউ গুলি ছুঁড়ছে।  

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ