17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:40 am
আন্তর্জাতিক ডেস্ক: কফ সিরাপের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার তরফ থেকে এই মর্মে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, যে সংস্থার তৈরি কফ সিরাপে একাধিক শিশুর মৃত্যু হয়েছে, সেই সংস্থার কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রয়োজন। পাশাপাশি, আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে নজর দিতে হবে। শিশুদের সুরক্ষিত রাখার বিষয়টিকে দিতে হবে অগ্রাধিকার।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকমাস ধরে তারা এই সংক্রান্ত একাধিক ঘটনার খবর শুনেছে। কফ সিরাপে পাওয়া গিয়েছেন, ডাইথাইলেন গ্লাইকল এবং ইথানেল গ্লাইকল। দুটি পদার্থ শরীরের পক্ষে ক্ষতিকারক। শুধুমাত্র উজবেকিস্তান নয়, আরও সাতটি দেশে একই সংস্থার তৈরি কফ সিরাপ দেওয়া হয়েছিল। এই সাত দেশের মধ্যে তিন দেশ থেকে তিনশোর বেশি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায়, ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি।
মেডেন ফার্মার তৈরি কয়েকটি ওষুধ সুপারিশ না করার অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০-তে। সুপারিশ করতে নিষেধ করা হয়েছিল প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফ্যাক্সিম্যালিন বেবি কফ সিরাপ, মেকআপ বেবি কফসিরাপ, ম্যাগ্রিপ এন কফ সিরাপের ওপর জারি করে নিষেধাজ্ঞা। বলা হয়, এই সব কফ সিরাপ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
আরও পড়ুন কফ সিরাপ উৎপাদনে মেডেন ফার্মাকে নিষেধ, শোকজ নোটিশ