করোনায় সপ্তাহে এক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে: WHO
Share Link:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেন, ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে, ঠিক তখনই মারণ ভাইরাস নিয়ে দুঃসংবাদ শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থার কার্যনির্বাহী সমিতির সভায় ‘হু’র জরুরি সেবা বিষয়ক কর্মসূচির প্রধান মাইক রায়ান সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সামনের দিনগুলিতে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। প্রতি সপ্তাহে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারাতে পারেন এক লক্ষ মানুষ।’
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী সমিতির সভায় করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কিত কণ্ঠে সংস্থার জরুরি সেবা বিষয়ক কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গত সপ্তাহে ৫০ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। শুধু সংক্রমণই ঊর্ধ্বমুখী নয়। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহেই মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি যা তাতে হয়তো শিগগিরই বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’
গত ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরে গত ১৩ মাস ধরে গোটা বিশ্বেই বেনজির তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য শত্রু। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে মারণ ভাইরাসের নয়া প্রজাতি শনাক্ত হয়েছে। যা ৭০ শতাংশের বেশি সংক্রামক।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লক্ষ ২৭ হাজার ৪০১ জন। প্রাণ হারিয়েছেন ২০ লক্ষ ৪৯ হাজার ৭৬৯ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লক্ষ ৯২ হাজার ২৩৬ জন। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক লক্ষ ১২ হাজার ২৪ জন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী সমিতির সভায় করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কিত কণ্ঠে সংস্থার জরুরি সেবা বিষয়ক কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গত সপ্তাহে ৫০ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। শুধু সংক্রমণই ঊর্ধ্বমুখী নয়। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহেই মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি যা তাতে হয়তো শিগগিরই বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’
গত ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরে গত ১৩ মাস ধরে গোটা বিশ্বেই বেনজির তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য শত্রু। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে মারণ ভাইরাসের নয়া প্রজাতি শনাক্ত হয়েছে। যা ৭০ শতাংশের বেশি সংক্রামক।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লক্ষ ২৭ হাজার ৪০১ জন। প্রাণ হারিয়েছেন ২০ লক্ষ ৪৯ হাজার ৭৬৯ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লক্ষ ৯২ হাজার ২৩৬ জন। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক লক্ষ ১২ হাজার ২৪ জন।
More News:
26th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
22nd February 2021
22nd February 2021
22nd February 2021
21st February 2021
মাঝ আকাশে ইঞ্জিনে ভয়াবহ আগুন, ২০০ যাত্রীর প্রান বাঁচালেন পাইলট
20th February 2021
Leave A Comment