আন্তর্জাতিক ডেস্ক: করোনা বিধি ভঙ্গের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে ধর্ষণ ও পরে তাঁকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে তোলপাড় ব্রিটেন। ঘটনাটি ঘটেছে, গত মার্চে, ৩ থেকে ৪ তারিখের মধ্যে। ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মৃত মহিলার নাম সারাহ এভারাড (৩৩)। সারাহ এভারাডকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে ওয়েনে কোগেনস। অভিযুক্ত পুলিশ অফিসারকে চাকির থেকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ৩৩ বছরের সারা এভারাড একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং এগজিকিউটিভ। ৩ মার্চ রাতে ওয়েনে কোগেনস নামে ওই পুলিশ অফিসার সারা এভারাডকে গ্রেফতার করে। অভিযোগ তোলা হয় এভারাড করোনা বিধি ভেঙেছেন। মহিলাকে ওই পুলিশকর্তা তাঁর গাড়িতে উঠতে বলে। নির্দেশ মেনে সারা এভারাড গাড়িতে ওঠেন। এরপর ১২০ কিলোমিটার দূরে তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় শারীরিক নির্যাতন। পরে মহিলাকে পুড়িয়ে হত্যা করা হয়।
প্রাথমিক তদন্ত উঠে এসেছে, দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই খুন করে ধর্ষণ। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসার বাড়িতে জানিয়েছিল সেদিন তার নাইটডিউটি রয়েছে। আদালত তাঁর এই পরিকল্পনার কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করে। ঘটনার শেষ এখানেই নয়। তদন্ত উঠে এসেছে, ওই দিন রাতে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটা পুলিশে গাড়ি নয়। শুধু তাই নয়, মহিলা আত্মহত্য়া করেছেন, তা প্রমাণ করতে চেষ্টার কসুর করেননি অভিযুক্ত ওই পুলিশ অফিসার। তার এই পরিকল্পনার কথা শুনে স্কটল্যান্ড ইয়ার্ডও রীতিমতো বিস্মিত।