এই মুহূর্তে




টম ক্রুজকে নকল করতে গিয়ে ৬০০ ফুট উচ্চতায় বিমান থেকে ঝুলে পড়লেন মহিলা, তারপর….

নিজস্ব প্রতিনিধি: হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’- এর বিপজ্জনক স্টান্টগুলির কথা আপনার মনে আছে কী? পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়া, আকাশে ভেসে থাকার মতো একাধিক বিপজ্জনক স্টান্ট করেছিলেন তিনি ছবিতে। এবার বাস্তবের মাটিতে একই রকম বিপজ্জনক স্টান্ট করতে দেখা গেল একজন মহিলাকে। হ্যাঁ, এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। যা দেখে লোকেরা বলছেন, ‘এটি হলিউডের কোনও অ্যাকশন সিনেমার দৃশ্য ছাড়া আর কিছু হতে পারে না!’ কিন্তু মজার বিষয় হল, এটি কোনও সিনেমার দৃশ্য নয়, বরং একজন ইউটিউবারের বাস্তব জীবনের স্টান্ট।

হ্যাঁ, সম্প্রতি একজন আমেরিকান মহিলা ইউটিউবার টম ক্রুজের সবচেয়ে বিপজ্জনক স্টান্টগুলির একটির প্রতিলিপি তৈরি করার চেষ্টা করেছিলেন বিমানের দরজায় ঝুলে, যা প্রমাণ করে যে তিনি ভয়ে নয়, বরং সাহসে বিশ্বাসী। তবে তাঁর এই সাহসের কোনও সীমা নেই। ভাইরাল ক্লিপে, মহিলাটিকে কেবল একটি হাতে উড়ন্ত বিমানের দরজায় ঝুলতে দেখা গিয়েছে, যাতে তাঁর মৃত্যু অনিবার্য ছিল। সিনেমার মতো এমন পাগলামির কোনও কারণ নেই। এই বিপজ্জনক স্টান্টের ভিডিওটি ভাইরাল হতেই হতবাক হয়ে গিয়েছে গোটা ইন্টারনেট। জানা গিয়েছে যে, ওই আমেরিকান ইউটিউবারের নাম মিশেল হ্যারি, তাঁর বয়স মাত্র ৩৩ বছর।

 

ভাইরাল ভিডিওতে, মিশেলকে লকহিড সি-১৩০ সামরিক বিমানের দরজা থেকে ঝুলতে দেখা গিয়েছে, আর যা টম ক্রুজের মিশন ইম্পসবেলের কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ টম ক্রুজ মিশন ইম্পসিবল-এ একই রকম বিপজ্জনক স্টান্ট করেছিলেন, কিন্তু এটাই পার্থক্য যে, ওটা একটি চলচ্চিত্র ছিল, আর এটি ছিল চরম বাস্তবতা। জানা গিয়েছে যে, বিমানটি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে ছিল এবং দ্রুত ৬০০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। আর তখনই মিশেল কেবল তার দুই হাত দিয়ে বিমানের দরজায় ঝুলে ছিল, এবং বাতাসের সঙ্গে লড়াই করছিল। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ