24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:18 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তিন খেলোয়াড়কে আইপিএলে খেলার জন্য শর্ত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই শর্ত অনুযায়ী, জাতীয় দলের খেলা চলাকালীন আইপিএলে খেলতে পারবেন না তিন ক্রিকেটার। আগামী বছরের ৮ এপ্রিলের পরে আইপিএলের কোনও ম্যাচ খেলতে পারবেন না তাঁরা।
আগামী বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা সাকিব আল হাসান ও লিটন দাসের। আর মুস্তাফিজুর রহমান গত বারের মতো এবারেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। অথচ মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আর এপ্রিলে সফরে আসছে ইংল্যান্ড। ফলে ওই দুই সিরিজে দেশের তিন প্রধান খেলোয়াড়রা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাকিব-লিটনদের জাতীয় দলের হয়ে খেলাকে প্রাধান্য দিতে হবে। জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে খেলতে পারবেন না।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নিলামের আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের যে ক্রিকেটারই আইপিএল খেলুন না কেন, তারা ৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। তারপর আর তাদের পাওয়া যাবে না। জেনেশুনেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি সাকিব-লিটনদের নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’ আইপিএলে খেলতে গিয়ে চোট পেলে যে দেশের হয়ে খেলতে পারবেন না সদেই আশঙ্কা থেকেই এমন কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।