24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:31 am
নিজস্ব প্রতিনিধি: শুরুটা করেছিলেন ফাফ ডু প্লেসি। আর শেষটা করলেন শাহরুখ খান। হ্যাঁ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস ম্যাচে রীতিমতো বাউন্ডারির বন্যা দেখা গেল। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ধামাকা দেখালেন ব্যাটসম্যানরা। অধিনায়ক ডু প্লেসি (৮৮), বিরাট কোহলি (৪১) এবং দীনেশ কার্তিকের (৩২) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২০৫ রানে তোলে আরসিবি।
ওপেনে ব্যাট করতে নেমে রীতিমতো মারকুটে ব্যাটিং করতে শুরু করেন ফাফ। তাঁকে সামলাতে রীতিমতো হিম-শিম খেতে হয়। পঞ্জাবের বোলারদের নিয়ে ছেলে-খেলা করেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অধিনায়ক। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কোহলি। শেষ দিকে ব্যাট করতে এসে ঝড় তোলেন। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করেন। পঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (৩২) এবং শিখর ধাওয়ান (৪৩) উইকেটরক্ষক ভানুকা (৪৩) এবং লিভিংস্টোনও (১৯) মারমুখী হয়ে ওঠেন। এরপর শাহরুখ খান (২৪) এবং ওয়েন স্মিথের (২৫)। ব্যাটের ওপর ভর করে ১৯ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রীতি জিন্টার দল ৮ বলে ২৪ রান করে ম্যাচের সেরাও হয়েছেন ক্যারিবিয়ান তারকা স্মিথ।