এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: আইপিএল-এর ফাইনাল ম্যাচে দুই দলের সামনেই রেকর্ডের হাতছানি

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই। এই ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ দুই দলের সামনেই রয়েছে রেকর্ডের হাতছানি। ধোনির চেন্নাই যদি রবিবার হার্দিকদের হারাতে পারে, তাহলে তাঁরাও ছুঁয়ে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবারের ট্রফি জয়ের রেকর্ডকে। অন্যদিকে হার্দিকরা যদি ট্রফি জিততে পারেন, তাহলে পর পর দুবার তাঁরাও ট্রফি জয়ের রেকর্ড গড়বেন। এবার একবার চোখ বুলিয়ে নিন এই দুই দলের বেশ কিছু পরিসংখ্যান।

দুই দলের লড়াই

চলতি আইপিএল-এর আসরে গুজরাট এবং চেন্নাই পরস্পরের মুখোমুখি হয়েছে মোট দুবার। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট দল চেন্নাই মাঠে নামে ৩১ মার্চ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচে গুজরাট জয় পায় ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ধোনির দল হার্দিকদের সামনে খাড়া করেছিল ১৭৯ রানের টার্গেট। পক্ষান্তরে মাত্র ৫ উইকেট হারিয়ে দলের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় গুজরাট।

দ্বিতীয়বার ফের এই দুই দল মুখোমুখি হয়ে প্লে-অফের প্রথম ম্যাচে। সেই ম্যাচে গুজরাটকে ১৫ রানে হারিয়ে প্রথম ম্যাচে হারের বদলা নিয়ে নেয় ধোনির দল। এখন দেখার ফাইনাল ম্যাচে শেষ হাসি কে হাসে।

এই দুই দলের ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান

আইপিএল-এর আসরে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে মোট চার বার। তার মধ্যে গত বছর দুইবার মুখোমুখি হয়েছিল গুজরাট ও চেন্নাই। দুবারই কিন্তু জয়ের মুখ দেখেছিল হার্দিকদের দল। তবে এই দুই দলের ম্যাচে সর্বোচ্চ রান এসেছিল ধোনির দলের পক্ষ থেকে। সেই নজির গড়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। মোট ২৭৮ রান করেছেন এই ব্যাটসম্যান।

এই দুই দলের ম্যাচে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার

আইপিএল-এর আসরে ব্যাটসম্যানের দিক থেকে যেমন চেন্নাই এগিয়ে রয়েছে, ঠিক তেমনি বোলিং-এর দিক থেকে দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যিনি, তিনি হার্দিকদের দলের অন্যতম সদস্য মহম্মদ সামি। মোট চারবারের সাক্ষাৎকারে সামি ঝুলিতে পোড়েন ৭টি উইকেট।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোন দল বেশিবার জয় পেয়েছে

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামটি ধোনির দলের কাছে খুব একটা প্রিয় স্টেডিয়াম নয়। কারণ চেন্নাই এই স্টেডিয়ামে আইপিএল-এ মোট তিনটি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি। হার্দিকদের কাছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভীষণ পয়া গ্রাউন্ড। কেননা, গুজরাট এই স্টেডিয়ামে ৯টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৬টিতে।

চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী

২০২৩-এর আইপিএল-এর আসরে সর্বোচ্চ সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাটের শুভমন গিল। এই তরুণ ব্যাটসম্যান ইতিমধ্যেই ৮৪০ রান করে ফেলেছেন। আইপিএল-এর ইতিহাসে এর আগে একটি মরশুমে ৮০০ রানের ওপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন শুভমন। তাঁর আগে এই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও জস বাটলারের।

চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী

২০২৩-এর আইপিএল-এর ব্যাটিং সর্বোচ্চ রানের পাশাপাশি বোলিং-এর ক্ষেত্রেও সর্বোচ্চ উইকেট যাঁরা নিয়েছেন তাঁরা প্রত্যেকেই হার্দিকদের দলের সদস্য। তাঁরা হলেন, মহম্মদ সামি ২৮টি উইকেট, রশিদ খান ২৭টি উইকেট এবং নবাগত মোহিত শর্মা ২৪টি উইকেট।

দুই দলের ফাইনাল পরিসংখ্যান

ধোনির চেন্নাই দল আইপিএল-এর আসরে মোট ফাইনাল খেলেছে ৯ বার। এই নবারে আইপিএল-এ চেন্নাই দলের হয়ে ফাইনালে সর্বাধিক রান করেছিলেন সুরেশ রায়না। তাঁর সংগ্রহ ছিল ২৪৯। আইপিএল-এর অষ্টম সংস্করণে এই নজির গড়েছিলেন রায়না। সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন ডোয়াইন ব্র্যাভো, ১০টি। কিন্তু দুই ক্রিকেটারই এবার চেন্নাই দলে নেই। অন্য দিকে এই নিয়ে দুবার ফাইনালে খেলছে। তাদের সর্বোচ্চ রান করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর সংগ্রহ ছিল ৪৫ রান। আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছে হার্দিক পাণ্ডিয়া ৩টি।

নতুন রেকর্ডের গড়ার হাতছানি

চলতি আইপিএল-এ নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে শুভমন গিলের সামনে। রবিবার শুভমন যদি ১২৩ রান করতে পারেন, তাহলেই তিনি টপকে যাবেন বিরাট কোহলির গড়া ৯৭৩ রানকে।

বোলিং-এ মহম্মদ সামি যদি পাঁচ উইকেট তুলতে পারেন, তাহলে এক সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নামটা নথিভুক্ত করতে পারেবন জাতীয় দলের এই বোলারটি।

এখন দেখার দেখার শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি এই ম্যাচে হার্দিকরা রেকর্ড গড়েন নাকি ধোনির দল রেকর্ড গড়ে স্পর্শ করেন মুম্বইয়ের নজিরকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইকে হেসেখেলে হারাল রাহুলের লখনউ

মাহি ধামাকা, লখনউকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

এবারের আইপিএলে নতুন খোঁজ, চর্চায় ‘জয়-বীরু’ জুটি

পর পর ম্যাচে এবার ঘরের মাঠে জিততে মরিয়া লখনউ সুপার জায়েন্টস

হার্দিক পাণ্ড্যকে ১২ লক্ষ টাকা জরিমানা বিসিসিআইয়ের

আশুতোষের দুরন্ত লড়াই বিফলে, পঞ্জাবকে হারিয়ে জয়ী মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর