এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: মুম্বই-এর বিরুদ্ধেও জয়েরা ধারা বজায় রাখতে মরিয়া হার্দিকরা

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিলএ-মঙ্গলবার হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচের আগে লিগ টেবিলে ৬টি ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় এবং ২টি ম্যাচে হার নিয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন হার্দিকরা। অন্য দিকে রোহিত শর্মারা ৬টি ম্যাচের ৩টি হার এবং ৩টি জিত নিয়ে রয়েছেন সাত নম্বর স্থানে। কাজেই মঙ্গলবার দুই দলের কাছেই ম্যাচটার গুরুত্ব যথেষ্ট।

রোহিতদের মুখোমুখি হওয়ার আগে গুজরাট ৭ রানে হারিয়েছে কেএল রাহুলদের। এবং চলতি আইপিএল-এ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই-এর থেকে হার্দিকদের পারফরম্যান্স অনেকটাই ভালো। যা কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজে রাখবে গুজরাটকে। হার্দিকদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিতদের হারতে হয়েছে শিখর ধাওয়ানের পাঞ্জাবের কাছে। সেই ম্যাচে রোহিতরা হার স্বীকার করেন ১৩ রানে। কাজেই রোহিতরা একটু বেশিই চাপে থাকবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে অনেকদিন বাদে রান পেয়েছেন অফ ফর্মে থাকা রোহিত শর্মা ও সূর্য কুমার যাদব। কিন্তু রান পাননি ইষাণ কিষাণ এবং চলতি আইপিএল-এ নজরকাড়া তিলক ভার্মাও। অর্ধ্বশতরান পূর্ণ করেছেন ক্যামরন গ্রিনও। তবুও পাঞ্জাবের কাছে জয় আসেনি রোহিতদের। কেননা মিডল অর্ডার ব্যাটাররা একেবারেই রান পাচ্ছেন না। কাজেই হার্দিকদের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের।

ব্যাটিং-এর পাশাপাশি বোলিং বিভাগের পারফরম্যান্সও যথেষ্ট খারাপ বাণিজ্য নগরীর দলটির। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অর্জুন তেন্ডুলকর, ক্যামরন গ্রিন ও জোফ্রে আর্চাররা ব্যাপক পরিমাণ রান দিয়েছেন। হার্দিকদের বিরুদ্ধে ম্যাচে যদি এই পারফরম্যান্স বজায় থাকে তাহলে মুম্বই-এর কপালে দুঃখ আছে একথা বলা যেতেই পারে। একমাত্র মুম্বই দলে সফল বোলার হিসেবে নজর কেড়েছেন পীযূষ চাওলা। ৬ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি উইকেট।  তবে অর্জুনকে এই ম্যাচে রোহিতরা নাকি খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না এমনটাই জানা যাচ্চে সূত্র মারফত।

আরও জানতে পড়ুন: টটেনহ্যামের কোচের পদ থেকে চাকরি গেল ক্রিস্তিয়ান স্তেল্লিন্নির

অন্য দিকে গুজরাট দলে কিছুটা দেরিতে হলেও ব্যাট হাতে ছন্দ ফিরে পেয়েছেন দলনায়ক হার্দিক পাণ্ডিয়া। লকনউ ম্যাচে শুভমন গিল ব্যর্থ হলেও মুম্বই যে তিনি রান পাবেন না এটা ভাবা উচিত নয়। এছাড়া ভরসা দেওয়ার মতো ব্যাটার হিসেবে আছেন ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহারা।

বোলার হিসেবে আছেন মহম্মদ সামি, রশিদ খান, রাহুল তেওটিয়া, নূর আহমেদরা। যাঁরা প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট পাচ্ছেন। কাজেই হার্দিকদের বিরুদ্ধে ম্যাচে মুম্বইকে জিততে গেলে অবশ্যই বড় রানের টার্গেট দিতে হবে, এবং তার জন্য রোহিত-ইষাণ-সূর্যকুমারদের বড় ভূমিকা নিতে হবে। না হলে সমূহ বিপদ অপেক্ষা করছে রোহিতদের জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্টোইনিসের দুরন্ত শতরানের দৌলতে চেন্নাইকে হারাল লখনউ

বিধ্বংসী রুতুরাজ-শিভম, লখনউকে ২১১ রানের লক্ষ্য দিল চেন্নাই

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছেন না রোহিত শর্মারা

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

লখনউকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ চেন্নাই সুপার কিংসের কাছে

 যশস্বীর দুরন্ত শতরান, মুম্বইকে ৯ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর