এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023:হিটম্যান, সূর্যর অফ ফর্মই এগিয়ে রাখছে আরসিবিকে

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ চূড়ান্ত অফ ফর্মে রয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রোহিতকে এইরকম অফ ফর্মে শেষ কবে দেখা গিয়েছে তা হয়তো ইতিহাসের পাতা উল্টে খুঁজে বার করতে হবে। দলের মূল কাণ্ডারী হয়েও রোহিতের এই অফ ফর্মেই মঙ্গলবারের ম্যাচে বিরাট বাহিনীকে এগিয়ে রাখছে বেশ কয়েক কদম।

মঙ্গলবার আইপিএল-এর এই ম্যাচে রোহিত ব্রিগেডের কাছে বদলা নেওয়ার সুযোগ ছি্ল রোহিত ব্রিগেডের কাছে। কেননা প্রথম ম্যাচে বিরাটদের কাছে আট উইকেটে হারতে হয়েছিল। তবে সেই ম্যাচে মাত্র ১ রান করেছিলেন হিটম্যান। পাশাপাশি ব্যর্থ হয়েছিলেন ইষাণ কিষাণ, সূর্য কুমার যাদব-রা। তবে ব্যাট হাতে সেই ম্যাচে বিরাটদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিলক ভার্মা। কিন্তু শেষমেষ তিলকের লড়াই কোনও কাজেই দেয়নি।

তারপর এই ম্যাচের আগে আইপিএল-এর আসরে ১০টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বই।   হার ও জিতের হিসাবে সমান-সমান।

বিরাটদের বিরুদ্ধে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগে চেন্নাই-এর বিরুদ্ধে ম্যাচে মুম্বই দলের একমাত্র ওয়াধেরা ছাড়া আর কারও ব্যাটে রান নেই। কাজেই চিন্তার ভাঁজ কর্তাদের কপালে থাকাটাই স্বাভাবিক। কেননা রোহিত, সুর্যকুমার-রা কবে ফর্ম ফিরে পাবেন তা কেউ ঈশ্বর ছাড়া কেউ জানেন না।

ব্যাটিং-এর পাশাপাশি বোলিং- বিভাগটারও প্রায় একই অবস্থা। সেই একজনের কাঁধেই ভর করে প্রতি ম্যাচে বৈতরণী পার হওয়ার চেষ্টা। পীযূশ একা হাতে কত টানবেন দলকে। প্রতি ম্যাচে ধারবাহিকতার অভাব প্রস্ফুটিত হচ্ছে গোটা মুম্বই দলে। পাঁচবারের চ্যাম্পিয়নদের এই হাল দেখে অবাক অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। কাজেই রোহিতদের বিরু্দ্ধে বদলার ম্যাচে অঘটন না ঘটলে মুম্বই-এর জয়ের কোনও সম্ভাবনাই নেই বলে মত তাঁদের।

অন্য দিকে রোহিতদের প্রতিপক্ষ হিসেবে বিরাটরাও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই লিগ টেবিলে। তারাও মুম্বই-এর মতো ১০টি ম্যাচের পাঁচটিতে জয় এবং ৫টি হেরেছে। কাজেই প্লে অফের পথ নিশ্চিত করতে গেলে মুম্বই-এর বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই বিরাটদের কাছেও।

কেননা আগের ম্যাচে বিরাটদের হারিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে হারের পর বিরাটদের নিয়ে সমালোচনাও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। তবে মুম্বই-এর থেকে সব বিভাগেই কিছুটা হলেও এগিয়ে রয়েছে বিরাটের দল একথা মেনে নিচ্ছেন সকলেই। ব্যাটার হিসেবে বিরাট-ডুপ্লেসি আছেন। তাঁরা দুজনেই রান পাচ্ছেন। আছেন ম্যাক্সুয়েল, লোমরের মতো ব্যাটাররা। আর বোলিং-য়ে মহম্দ সিরাজ, হাসারাঙ্গা, হর্ষল প্যাটেলরা যে ছন্দ নেই রোহিত ব্রিগেডের কাছে ত্রাস হয়ে উঠবেন এ-কথা বলাই যায়।

কাজেই বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবারের ম্যাচে রোহিত বনাম বিরাটের যুদ্ধে পাল্লা ভারী বিরাটের দিকেই। আর যদি কোনও অঘটন ঘটে তাহলেই ম্যাচ জয় করে মাঠ ছাড়তে পারে হিটম্যান বাহিনী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জিতেও শাস্তির মুখে রাহুল, জরিমানা করা হল রুতুরাজকেও  

এপ্রিলের শেষে ঘোষণা টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ

চেন্নাইকে হেসেখেলে হারাল রাহুলের লখনউ

মাহি ধামাকা, লখনউকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

এবারের আইপিএলে নতুন খোঁজ, চর্চায় ‘জয়-বীরু’ জুটি

পর পর ম্যাচে এবার ঘরের মাঠে জিততে মরিয়া লখনউ সুপার জায়েন্টস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর