-273ºc,
Friday, 9th June, 2023 3:32 am
নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর আইপিএল-এর আসরে শুক্রবার কোয়ালিফাই-২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স খেলবে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। চলতি আইপিএল-এ গ্রুপ লিগে ধারাবাহিক ছন্দে থাকা হার্দিকরা প্লে-অফের প্রথম ম্যাচে চেন্নাই-র কাছে নাস্তানাবুদ হয়ে পরাজয় শিকার করেছে। সেই হার্দিকদের হারিয়েই চলতি আইপিএল-এর ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে পাঁচবারের ট্রফি জয়ী দল মুম্বই।
শুক্রবার এই ম্যাচের আগে রোহিত শর্মার মুম্বই প্লে-অফের প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টকে ১৫ রানে পরাজিত করে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই রোহিতরা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিকদের হারাতে বদ্ধ পরিকর।
শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচের আগে যদি দুই দলের শক্তি বিচারের নিরিখে মুম্বই কিছুটা হলেও ব্যাকফুটে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শুক্রবার গুজরাট দল প্রাথমিকভাবে এগিয়ে থাকবে এই কারণে যে, তারা ঘরের মাঠে ম্যাচটি খেলবে, তাই ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবেন হার্দিকরা।
এবার ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকানো যায়, তাহলে হার্দিকরা যেমন ভরসা করবেন শুভমন গিল, ডেভিড মিলার, রাউল টেউটিয়া, বিজয় শঙ্করদের ওপর, তেমনি রোহিতের দলে ব্যাটিং লাইন আপে ভরসা দেওয়ার মতো ব্যাটারের খুব অভাব রয়েছে। কেননা, রোহিত নিজে একেবারেই ছন্দে নেই। সেই কারণে তিনজন ব্যাটারের ওপর সবকিছু নির্ভর করছে। তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, ক্যামরন গ্রিন ও ইষাণ কিষাণ। কাজেই ব্যাটিং-এর দিক থেকে হার্দিকরা অবশ্যই এগিয়ে থাকবেন বলেই মত বিশেষজ্ঞদের।
যদি বোলিং লাইনআপের দিকে তাকানো যায়, তাহলে হার্দিকরা যেমন ভরসা করবেন মহম্মদ সামি, রশিদ খান, মোহিত শর্মাদের ওপর ঠিক তেমনি আকাশ মাধওয়াল, ক্যামরন গ্রিন এবং পীযূশ চাওলার ওপর। তবে বোলিং-এর দিক থেকে হার্দিক এবং রোহিতের দল দাঁড়িপাল্লায় সমান-সমান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুজরাট দলে যেমন শামি, মোহিত, রশিদরা আছেন, তেমনই মুম্বই-য়ে আছেন আকাশ মাধওয়াল, পীযূশ চাওলা ও গ্রিন। তবে শুক্রবারে বল হাতে দুই দলের মধ্যে যে লড়াই হবে মূলত মোহিত শর্মা বনাম আকাশ মাধওয়াল।
এখন দেখা যাক শেষ পর্যন্ত শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি আইপিএল-এর কোয়ালিফাই-২এর ম্যাচে শেষ হাসি কে হাসেন হার্দিক না রোহিত তা সময়ই বলবে।
আর যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে টেবিলের পয়েন্টের শীর্ষে থাকার কারণে, হার্দিকরাই পেয়ে যাবেন ফাইনালে খেলার ছাড়পত্র।