নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কয়েকটি নতুন প্রকল্পের ওপর জোর দিয়েছিলেন। এরমধ্য়ে অন্য়তম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড। রাজ্য় সরকারের অনুমোদনে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড ইস্য়ু করবে। কিন্তু অভিযোগ উঠছে কয়েকটি ব্য়াঙ্ক এই ক্রেডিট কার্ড দিতে গড়িমসি করছে। অভিযোগ পেয়েই খতিয়ে দেখে রাজ্য় প্রশাসন।
অবশেষে কড়া ব্য়বস্থা নিল সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবৈদী ইতিমধ্যেই রাজ্য়ের সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছে। রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। ওই দুই ক্রেডিট কার্ডের মাধ্য়মে ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ আসছিল বিগত কয়েক দিনে। এরপরই নবান্ন কড়া অবস্থান নিল।
‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। অনলাইনে বহু আবেদন জমা পড়েছে ইতিমধ্য়েই। রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে www.wb.gov.in বা banglaruchchashiksha.wb.gov.in বা https://wbscc.wb.gov.in/ আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মেধাবী পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষা নিতে কোনও অসুবিধার মুখে না পড়ে তার জন্যই এই ক্রেডিট কার্ড ব্য়বহার করা যাবে।