এই মুহূর্তে




হাইকোর্টের রায়,বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি




নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তির খবর গণ পরিবহনে। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস।বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) সিঙ্গল বেঞ্চ রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিল।

সোমবার রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ৬ টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট (Fitness Crtificate)বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে। ১২৫০০টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং ১০০ টাকা দূষণ পরীক্ষা বাবদ দিতে হবে । এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে। একবারের সার্টিফিকেট এর মেয়াদ ৬ মাস হবে।উল্লেখ্য, এবছরের শুরুর দিকে জানা গিয়েছিল বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর। চালু হয় যাত্রীসাথী অ্যাপ। শহরে ১০টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্যাপ চালু করতে চায় পরিবহণ দফতর। সরকারি বাস তো বটেই, অ্যাপসের মধ্যে ট্রাকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস(Private Bus), এমনকী মিনিবাসের(Mini Bus) চালকরাও।

১৫ বছরের গাড়ি নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তীর প্রতিক্রিয়া,সরকারকে সবাইকে নিয়ে চলতে হয়। একদিকে যেমন পরিবেশের কথা ভাবতে হয়, অন্যদিকে মানুষের রুজি রোজগার ও পরিবহনের কথাও মাথায় রাখতে হয়। তাই আমরা হাইকোর্টের কাছে আইনি মাধ্যমে আবেদন জানিয়েছি। হাইকোর্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তাই এক্ষুনি ১৫ বছরের গাড়ি বাতিল না করে বছরের দুবার ফিটনেস পরীক্ষা এবং পলিউশন(Polution) সংক্রান্ত পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই গাড়ি রাস্তায় চলবে। সরকারের তরফে এটা একটা বড় স্বস্তি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে খুন ,মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ

গঙ্গার নিচে সিগন্যাল সমস্যার দরুণ টানেলে মেট্রো থমকাল, ঘাবড়ে গেলেন যাত্রীরা

চাঁচলে পাটক্ষেত থেকে মহিলার বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধার

বহরমপুরে ঘর জামাইয়ের হাঁসুয়ার কোপে খুন হলেন শাশুড়ি, এলাকায় উত্তেজনা

নিউটাউনে টিসিএসের ভবনের অনুমোদন, ২৫ হাজার কর্মসংস্থান হবে, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ