এই মুহূর্তে




কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ২৯ দেশের ১৭৫টি ছবি




নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে কয়েকটা দিন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্যে স্টেডিয়ামে। যার জন্যে গোটা বছর অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমীরা। এ সময় কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজনে গোটা নন্দন চত্বরে উৎসবমুখর পরিবেশ থাকে। দেশ-বিদেশের নানা ছবি-শর্ট ফিল্ম, ডকুমেন্ট্রি-সহ অসংখ্য ছবির প্রদর্শন হয়, কলকাতার বিভিন্ন বাছাই করা প্রেক্ষাগৃহগুলিতে।

অতি অল্প খরচেই বিশ্বে সাড়া জাগানো  ছবি দেখার সুযোগ পান দর্শকরা। তাই বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন এই উৎসরের জন্য। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বয়স ৩০। প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত বছর অর্থাৎ ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ৩০তম চলচ্চিত্র উ‍ৎসব জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। সবার থেকে আলাদা হবে ২০২৪ সালের কলকাতা চলচ্চিত্র উৎসব। যেমন বলা তেমন কাজ। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আসন্ন ৩০ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ২৯ টি দেশের ১৭৫ টি ছবি প্রদর্শিত হবে। ভ্যেনু সংখ্যা ২০ টি। প্রায় ২৪৫৯ টি চলচ্চিত্র প্রদর্শনের আবেদন জমা পড়েছে। কিন্তু যাচাই-বাছাইয়ের পর ১৭৫ টি ছবি সিলেক্ট হয়েছে।

যার মধ্যে ৪২ টি ফিচার ফিল্ম, ৩০ টি শর্ট ফিল্ম ও ডকুমেন্ট্রিও রয়েছে। উৎসব শেষ হবে ১১ ডিসেম্বর। প্রতি বছরের মতো তারকাখচিত উৎসব হবে। এমনকী জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে চমক। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকামহল জমিয়ে রাখে আসর। কিন্তু এ বছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। তবে নবান্ন সূত্রে খবর, এবারের চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে থাকতে পারেন, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক সেলেবরা। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠানে আসতে পারেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। প্রতিবারের মতো এ বছরও প্রদর্শিত হবে দেশ-বিদেশের অসংখ্য উন্নতমানের ছবি। চলতি বছর অনন্ত আম্বানির বিয়েতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই বলিউডের একঝাঁক তারকাকে কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন শাবানা আজমি। ৭ দিন জুড়ে নন্দনের শিশির মঞ্চে একাধিক ইভেন্টের আয়োজনও করা হয়েছে। এদিকে এবছরের চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে বিনোদন মহলের পাঁচ কিংবদন্তিকে। সেই তালিকায় রয়েছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি।

এছাড়াও অনুষ্ঠানের শেষের দিন অর্থাৎ ১১ ডিসেম্বর গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এদিকে এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসেবে রয়েছেন গৌতম ঘোষ এবং কো-চেয়ারম্যান হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯৫ সালে শুরু হয়েছিল। প্রতি বছর সাধারণ মানুষ, হাজার হাজার সিনেপ্রেমীরা বিশ্ব চলচ্চিত্রের উৎসবে মেতে ওঠে। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যোগা অনুশীলন করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রুশ অভিনেত্রী

নবান্নে মুখোমুখি সেলিম-মমতা! কেন বসতে হল বৈঠকে?

সাইবার প্রতারণা ঠেকাতে কমিক্স বই প্রকাশ রাজ্য সরকারের

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

অভিনয় থেকে অবসর নিচ্ছি না, ২৪ ঘন্টার মধ্যে ডিগবাজি সুবিধাবাদী বিক্রান্তের

মঙ্গলের বিকেলেই অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর