এই মুহূর্তে




আর জি কর কাণ্ডে স্কুল পড়ুয়াদের মিছিল, শোকজ হাওড়ার ৩ স্কুল কর্তৃপক্ষকে

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: রাস্তা অবরোধ-সহ একাধিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের(School Students) ব্যবহার করা হচ্ছে। রাজ্যে এই অভিযোগ আগেও উঠেছে। এখন নতুন করে সেই একই অভিযোগ সামনে এল আর জি কর কাণ্ডের(R G Kar Incident) হাত ধরে। দেখা যাচ্ছে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের সঙ্গে স্কুলপড়ুয়াদেরও প্রতিবাদ মিছিল, বিক্ষোভের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। যদিও নবান্নের তরফে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা রাজ্যের সব জেলা প্রশাসনকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, রাস্তা অবরোধ-সহ একাধিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার বরদাস্ত করা হবে না। কোথায় এমন ঘটছে, তা খুঁজে বার করে এমন প্রবণতা ঠেকাতে হবে। কড়া পদক্ষেপ করতে হবে। আর সেই সতর্কবার্তার পরে পরেই দেখা গেল হাওড়ার ৩টি স্কুলের কর্তৃপক্ষকে শোকজ নোটিস(Show Cause Notice) পাঠানো হয়েছে রাজ্যের শিক্ষা দফতরের(West Bengal State School Education Department) তরফে। এই ৩টি স্কুল হল হাওড়ার বালুহাটি হাইস্কুল(Howrah Baluhati High School), বালুহাটি গার্লস হাইস্কুল(Baluhati Girls High School) এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়(Bantra Rajlakshmi Balika Vidyalaya)।

আরও পড়ুন, ৫ লক্ষ টাকায় কেনা হচ্ছে ৫ হাজার সিসি ক্যামেরা, বসবে রাজ্যের সব মেডিকেল কলেজে

কী কারণে শোকজ নোটিস? এই ৩টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ, পঠনপাঠনের সময় কচিকাঁচাদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে। বিষয়টি পড়ুয়াদের জন্য ঠিক হয়নি এবং শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে।। অন্তত শোকজের নোটিসে এমনটাই জানানো হয়েছে। যদিও ৩ স্কুল কর্তৃপক্ষেরই দাবি, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে। তাতে প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়ারা ছিলেন। সেখানে তাঁদের কোনও হাত ছিল না। যদিও এই ৩টি স্কুলের পড়ুয়াদের মিছিলের যে সব ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, স্কুলপড়ুয়ারা স্কুল ড্রেসেই কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। তবে তা স্কুল ছুটির পরে নাকি স্কুল চলাকালীন সময়ে তা ওই সব ছবি বা ভিডিওতে স্পষ্ট হয়নি। ৩টি স্কুলের প্রধানশিক্ষক-শিক্ষিকাদেরকে পাঠানো নোটিসে বলা হয়েছে, কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, কেন স্কুলে এমন কর্মকাণ্ড হবে, তার ব্যাখ্যা দিতে হবে। এদিন অর্থাৎ শনিবার বিকালের মধ্যে ওই শোকজ নোটিসের জবাব চেয়ে পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে ৩ স্কুলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন, গত ১৭ বছর ধরে সঞ্জয়ের সঙ্গে কথাই হয়নি তার বোনের

নোটিস পাওয়া ওই তিন স্কুলের মধ্যে বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহার দাবি, ‘কোনও শিক্ষক সংশ্লিষ্ট মিছিলে যাননি। স্কুলের পাশে রাস্তা দিয়ে মিছিল হয়েছে সেটা ঠিকই। তবে কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মী তাতে অংশ নেননি। তা ছাড়া যে মিছিলটি হয়েছে সেটা স্কুল ছুটির পরে। হয়তো প্রাক্তনীরা কেউ কেউ মিছিল করেছেন। বর্তমান ছাত্ররাও ছিল। তবে শুক্রবার স্কুলে পড়াশোনা হয়েছে। টিফিনে খেলাধুলো করেছে পড়ুয়ারা। স্কুলের সময়ে কোনও পড়ুয়া মিছিলে অংশ নেয়নি। তার পরেও কেন শোকজ় নোটিস এল, বলতে পারব না।’ রাজ্য প্রশাসনের নির্দেশ, স্কুল শিক্ষা দফতরের কর্মসূচি ছাড়া অন্য কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবে না কোনও পড়ুয়া। এমনকি, স্কুলের বাইরেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে। কোথাও এমন কিছু ঘটছে কি না, তার খোঁজ রাখতে হবে জেলা প্রশাসনকে। সম্প্রতি শহরে তো বটেই, জেলার বহু স্কুলে আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। তাতে প্রধানত যুক্ত হচ্ছেন স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের একাংশের দাবি, তেমন কর্মসূচি বন্ধ করতে জেলা প্রশাসনের তরফেও নিয়মিত ‘মৌখিক বার্তা’ থাকছে। সেই কারণে স্কুলের সময়ের পরে, স্কুলের ব্যানার ছাড়া আজ জি কর-কাণ্ডের নিন্দা এবং শাস্তির দাবি তোলা হচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগামী সোমবার টানা ২১ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে মহানগরে

‘জল জীবন’ প্রকল্পের টাকা আগাম নয়, জানিয়ে দিলেন মমতা

গ্রামের রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি, নবান্নে জানালেন মমতা

‘কেন্দ্র ব্যবস্থা নিক, হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’ বাংলাদেশ ইস্যুতে রাজভবনে দাবি কুনালের

জল চুরিতে কড়া রাজ্য, ২৩ আধিকারিককে শোকজ , জানালেন মমতা

বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর