-273ºc,
Friday, 2nd June, 2023 3:04 am
নিজস্ব প্রতিনিধি: স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বেলা পৌনে ১২টা নাগাদ টিটাগড়ে একটি স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক-সহ স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। অবশেষে তদন্তে নেমে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
শনিবার দুপুরে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের পর তৎপরতা শুরু করে পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। স্কুলের ছাদে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে সেই জায়গাটি পর্যবেক্ষণ করা-সহ স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। ঘতনাস্থল নমুনাও সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া জানান, ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে। এই ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে ধৃত ৪ জনের মধ্যে একজন অভিযুক্ত ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। কিন্তু প্রাক্তন ছাত্র কেন নিজের স্কুলে বোমা মারল তা বুঝে উঠতে পারছে না কেউ। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বিশদে জানার চেষ্টা করছেন। পুর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটানো হয়েছিল কি না তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে স্কুলে বোমা বিস্ফোরণের পর সুর চড়েছে রাজনৈতিক মহলেও। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে ঘটনার তদন্তে এনআইএ কে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন তিনি। যদিও শুভেন্দুর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র বলেন, শুভেন্দু নিজেকে নিয়ে ব্যস্ত। যা তদন্ত হওয়ার হবে। পুলিশ আছে, প্রশাসন আছে তদন্ত করবে।