চতুর্থ দফার ভোটে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রথম তিন দফার ভোটে নিরাপত্তার বজ্র আঁটুনি ফস্কা গেরোতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের কাছে হাসির খোরাক হয়ে উঠেছে নির্বাচন কমিশন। কিন্তু তাতেও মোটেও দমছেন না ভোটের নামে তামাশা চালানো নির্বাচন কমিশনের স্বঘোষিত ক্ষমতাশালী আধিকারিকরা। আগামী ১০ এপ্রিল সাধারণ মানুষের কর হিসেবে দেওয়া কোটি-কোটি টাকার আদ্যশ্রাদ্ধ করে ফের বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মতো হাস্যকর সিদ্ধান্তে অটল রয়েছেন তাঁরা।
বুধবার প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, আগামী ১০ এপ্রিল শনিবার রাজ্যের যে ৫ জেলার ৪৪ আসনে ভোট নেওয়া হবে, সেখানে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে। তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় ৯৪ কোম্পানি, হাওড়ায় ১৩৪ কোম্পানি (পুলিশ কমিশনারেটে ৯৯ ও গ্রামীণ এলাকায় ৩৫ কোম্পানি), চন্দননগর পুলিশ কমিশনারেটে ৭৯ কোম্পানি, আলিপুরদুয়ারের ৯৬ কোম্পানি, কোচবিহারে ১৮৩ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৮২ কোম্পানি (ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮ ও বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাকি আধা সেনা পরিস্থিতি বুঝে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে।
এদিন চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে পাঁচ জেলার জেলাশাসক অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভিডিয়ো বৈঠকে তিনি জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের ভোটের দিন অশান্তি রুখতে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন। প্রথম তিন দফায় ইভিএম নিয়ে যে অভিযোগ উঠেছে, তা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে কিনা, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রথম তিন দফার ভোটে আধা সেনার ‘নির্লজ্জ’ ভূমিকায় মুখ পুড়েছে নির্বাচন কমিশনের। লাখো বুটের শব্দ বাংলার আকশ-বাতাস ভারী করলেও ভোট গুণ্ডাদের দমানো যায়নি।
বুধবার প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, আগামী ১০ এপ্রিল শনিবার রাজ্যের যে ৫ জেলার ৪৪ আসনে ভোট নেওয়া হবে, সেখানে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে। তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় ৯৪ কোম্পানি, হাওড়ায় ১৩৪ কোম্পানি (পুলিশ কমিশনারেটে ৯৯ ও গ্রামীণ এলাকায় ৩৫ কোম্পানি), চন্দননগর পুলিশ কমিশনারেটে ৭৯ কোম্পানি, আলিপুরদুয়ারের ৯৬ কোম্পানি, কোচবিহারে ১৮৩ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৮২ কোম্পানি (ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮ ও বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাকি আধা সেনা পরিস্থিতি বুঝে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে।
এদিন চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে পাঁচ জেলার জেলাশাসক অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভিডিয়ো বৈঠকে তিনি জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের ভোটের দিন অশান্তি রুখতে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন। প্রথম তিন দফায় ইভিএম নিয়ে যে অভিযোগ উঠেছে, তা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে কিনা, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রথম তিন দফার ভোটে আধা সেনার ‘নির্লজ্জ’ ভূমিকায় মুখ পুড়েছে নির্বাচন কমিশনের। লাখো বুটের শব্দ বাংলার আকশ-বাতাস ভারী করলেও ভোট গুণ্ডাদের দমানো যায়নি।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment