এই মুহূর্তে




দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে নামল সেনাবাহিনী




 

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। খুব খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলিতে। এর মধ্যেই চিন্তা বাড়িয়ে জল ছেড়েছে ডিভিসি। আগামী দু’দিনে বাড়বে জল ছাড়ার পরিমাণ। যেহেতু ঝাড়খণ্ড ও বিহারে বিশাল বৃষ্টি হবে কিছুদিন ধরে তাই জল বাড়বে পশ্চিমের নদী গুলিতে। তাই জল বেশি করেই ছাড়বে ডিভিসি। পরিস্থিতি খারাপ ভেবেই উদ্ধারকাজের জন্য নামানো হল সেনা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আট কলাম সেনাবাহিনী নামানো হয়েছে উদ্ধারকাজে। যার মধ্যে ৩ কলাম রয়েছে পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়ায় রয়েছে দু’কলাম। পরিস্থিতি বুঝে আরও সেনা নামানোর চিন্তাভাবনা রয়েছে রাজ্যের।

অক্টোবর মাসে ঠিক পুজোর মুখে এরকম বানভাসি বন্যা কোনওদিন দেখেনি রাজ্যবাসী। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই বারবার বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় এখনও পর্যন্ত এক হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৩ লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান জেলায় পাঠানো হয়েছে দুই আমলাকে। বীরভূমে গিয়েছেন বিজয় ভারতী ও পশ্চিম বর্ধমানে গিয়েছেন বস্ত্র দফতরের সচিব রাজেশ পাণ্ডে। বৃহস্পতিবার ভার্চুয়ালি বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যসচিব।

ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত এলাকা গুলিতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যসচিব। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ও এনডিআরএফ। রাজ্যের বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে কিন্তু ডিভিসির ছাড়া জলে এই খারাপ অবস্থা বলে জানিয়েছেন এক শীর্ষ কর্তা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LIVE

LIVE: কড়া নিরাপত্তায় শান্তিতেই চলছে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধে গ্রেফতার ৩

রানাঘাটে বাড়ি তৈরি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল

যাদবপুরে ১২ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে.

কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

উল্টোডাঙায় পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে পরিবহনমন্ত্রীকে ফোন মমতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ