মানিকতলায় ব্যাটারি কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মানিকতলায় বুধবার দুপুরে এক ব্যাটারি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে রয়েছে দমকলের মোট ১১টি ইঞ্জিন। উত্তর কলকাতার বটতলা থানা এলাকার সাহিত্য পরিষদে ভবনের ঠিক উল্টোদিকের গলিতে একটি ব্যাটারি তৈরির কারখানায় এদিন দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। তিনতলা কারখানার দোতলায় প্রথমে আগুন লাগে। হাওয়ার জেরে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে তিনতলায়। স্থানীয়রাই প্রথম দেখেন কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। যেহেতু এটি ব্যাটারি তৈরির কারখানা তাই ওই কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের ৪-৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন বাড়তে থাকায় বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যাও। বিকাল ৪টে পর্যন্ত সেখানে ১১টি ইঞ্জিন গিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও সেখান থেকে অনর্গল ধোঁয়া বার হয়ে চলেছে। আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গিয়েছে, ওই ব্যাটারি কারখানার পাশে থাকা একটি ভোজ্য তেলের গুদামে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ব্যাটারি কারখানায়। দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, আগুন পুরোপুরি এখনও নেভেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত।

More News:
26th January 2021
26th January 2021
26th January 2021
বাংলার সাত পদ্মভূষণ এল একুশের প্রজাতন্ত্রে! ট্যুইট শুভেচ্ছা রাজ্যপালের
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
Leave A Comment