এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পরিবারের চোখের সামনেই লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

নিজস্ব প্রতিনিধি: নিজের ছেলে সহ বাড়ির লোকেদের সামনেই চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। লঞ্চে দাঁড়িয়ে সকলেই হাড়হিম হয়ে দেখলেন সেই দৃশ্য। সোমবার বেলার দিকে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে আচমকাই লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। বিকেল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে জানায়, নিখোঁজ যুবকের নাম সঞ্জয় চৌহান(৩৫)। বাড়ি হাওড়ার কোনায়।  বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে নাকি বনিবনা হচ্ছিল না সঞ্জয়ের। তার জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন নিজ পরিবারের সঙ্গে বেলুড়মঠে এসেছিলেন সঞ্জয়। সেখান থেকে তাঁরা দক্ষিণেশ্বর যাবেন বলে ঠিক করেন। সেই মতো লঞ্চে চড়ে দক্ষিণেশ্বর যাওয়ার সময় আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন সঞ্জয়। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই তিনি তলিয়ে যান স্রোতের টানে। সোমবার বেলা এগারোটা নাগাদ বেলুড় থেকে দক্ষিণেশ্বরগামী লঞ্চে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঝগঙ্গায় লঞ্চটি আসার পরই সঞ্জয় গঙ্গায় ঝাঁপ দেন। স্রোতের টানে দ্রুত তলিয়েও যান নদীতে। বেলুড় জেটি ঘাটের কর্মী শম্ভু তালুকদার ঘটনা বিবরণ দিতে গিয়ে বলেন, ‘বেলা সাড়ে এগারোটার সময়ে একটি লঞ্চ বেলুড় থেকে যায় দক্ষিণেশ্বরে। সেই লঞ্চটি যাওয়ার সময় ঠিক মাঝ গঙ্গায় ঝাঁপ মারেন ওই যুবক। উনি, ওঁর ভায়রাভাই ও বাচ্চা দুটি ছেলেমেয়ে সঙ্গে লঞ্চে ছিলেন। ঝাঁপ দেওয়ার পরই লঞ্চের কর্মীরা বয়া ফেলে তাঁকে ধরার চেষ্টা করে। কিন্তু জলে পড়ার পর আর তাঁকে দেখা যায়নি। দেখা গেলে হয়তো তাঁকে উদ্ধার করা যেত। কিন্তু এদিন সেই সুযোগ মেলেনি।’

ঘটনার পরে সঞ্জয়কে ছাড়াই লঞ্চটিকে ফের বেলুড় জেটিতে ফিরিয়ে আনেন লঞ্চের চালক। গোটা ঘটনার খবর দেওয়া হয় জেটি অফিসে। খবর যায় থানায়। সঞ্জয়ের স্ত্রী ছিলেন কোনার বাড়িতে। স্বামী মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়েছে সেই খবর পেয়ে তিনি আসেন বেলুড়ের জেটি ঘাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি সঞ্জয়ের সন্ধানে গঙ্গায় বিকাল অবধি তল্লাশি চালানো হয়। কিন্তু তার কোনও খোঁজ মেলেনি। ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষন বেলুড় ও দক্ষিণেশ্বরের মধ্যে লঞ্চ চলাচল বন্ধ থাকে। যার জেরে দুর্ভোগের মুখে পড়েন দর্শনার্থীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর