মান্নানকে ফুরফুরায় ডেকে এনে বৈঠকে আব্বাস
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রবি সন্ধ্যায় ফুরফুরা শরিফে গিয়ে পীরজ্বাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বৈঠকের বিষয়বস্তু যে বাম-কংগ্রেস জোটে আব্বাসের সামিল হওয়ার বিষয়টিই ছিল সে সম্পর্কে দুই পক্ষই স্বীকার করেছে। আব্বাসের সঙ্গে মান্নানের এই বৈঠকের পরে অনেকেই মনে করছেন কংগ্রেস ও বামেরা এখন নিজেদের শক্তি ও জোটের গুরুত্ব বাড়াতে আব্বাসকে কার্যত নিজেদের দিকে টেনেই নিতে চলেছেন। তবে ফুরফুরা শরিফ সূত্রে জানা গিয়েছে, আব্বাস এদিনের বৈঠকে বেশ কিছু শর্ত রেখেছেন কংগ্রেস নেতৃত্বের কাছে। সেই সব শর্ত মানা হলে তবেই জোটে যোগ দিতে পারেন আব্বাস।
এর আগে গত বছর পুজোর আগেপরে করে ফুরফুরা শরিফে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সেই সময় তিনি ফুরফুরার সমর্থন চেয়েছিলেন বাম-কংগ্রেস জোটের জন্য। তখনই আব্বাস তাঁকে জানিয়ে দিয়েছিলেন তিনি নিজে দল গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী দেবেন। তার জেরে অধীর তখনই তাঁকে জোটে সামিল হওয়ার আমন্ত্রণ জানান। যদিও আব্বাস জানিয়ে ছিলেন তিনি কিছু শর্ত দেবেন কংগ্রেসকে, সেই সব শর্ত মানা হলে তবেই তিনি জোটে যোগ দেবেন। জানা গিয়েছে এদিন মান্নানকে ডেকে আব্বাস সেই সব শর্ত জানিয়ে দিয়েছেন। এই নিয়ে উভয় পক্ষ মুখ না খুললেও প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আব্বাস শর্ত দিয়েছেন জোটের তরফে সংখ্যালঘু কোনও মুখকে জোটের নেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে হবে ও রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ চালু করার প্রতিশ্রুতি দিতে হবে। মান্নান এই শর্ত ইতিমধ্যেই কংগ্রেস হাইকম্যান্ডকে জানিয়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে।
এর আগে গত বছর পুজোর আগেপরে করে ফুরফুরা শরিফে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সেই সময় তিনি ফুরফুরার সমর্থন চেয়েছিলেন বাম-কংগ্রেস জোটের জন্য। তখনই আব্বাস তাঁকে জানিয়ে দিয়েছিলেন তিনি নিজে দল গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী দেবেন। তার জেরে অধীর তখনই তাঁকে জোটে সামিল হওয়ার আমন্ত্রণ জানান। যদিও আব্বাস জানিয়ে ছিলেন তিনি কিছু শর্ত দেবেন কংগ্রেসকে, সেই সব শর্ত মানা হলে তবেই তিনি জোটে যোগ দেবেন। জানা গিয়েছে এদিন মান্নানকে ডেকে আব্বাস সেই সব শর্ত জানিয়ে দিয়েছেন। এই নিয়ে উভয় পক্ষ মুখ না খুললেও প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আব্বাস শর্ত দিয়েছেন জোটের তরফে সংখ্যালঘু কোনও মুখকে জোটের নেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে হবে ও রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ চালু করার প্রতিশ্রুতি দিতে হবে। মান্নান এই শর্ত ইতিমধ্যেই কংগ্রেস হাইকম্যান্ডকে জানিয়ে দিয়েছেন বলেই জানা গিয়েছে।
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
কালকা মেলের নতুন নাম 'নেতাজী এক্সপ্রেস'! আবিদকে মরণোত্তর সম্মান
19th January 2021
কাল রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, মঙ্গল সন্ধ্যায় দিল্লি গেলেন আলাপন-দ্বিবেদী
19th January 2021
19th January 2021
উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
Leave A Comment