অভিষেকের শ্যালিকাকে টানা আড়াই ঘণ্টার জেরায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে গত রবিবার অভিষেকের স্ত্রী ছাড়াও তাঁর শ্যালিকাকে নোটিস দেয় সিবিআই। মূলত কয়লা পাচার কাণ্ডে বিদেশে থাকা দুটি অ্যাকাউন্টের হদিশ পেতেই এদিন অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দিন ১৫ আগেই সিবিআই জানতে পারে কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ককের একটি অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়। আর সেই কারণেই সেই সংক্রান্ত বিষয়ে সাক্ষী হিসেবে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে সাক্ষী হিসেবে জেরা করতে নোটিস দেয় সিবিআই।
আর সেই নোটিসে সাড়া দিয়ে এদিন সিবিআই-এর জেরায় নিজের পঞ্চসায়রের ফ্ল্যাটে মুখোমুখি হন মেনকা গম্ভীর। টানা আড়াই ঘন্টার জিজ্ঞাসাবাদের পর, সিবিআই-এর গোয়েন্দারা নিজাম প্যালেসের দিকে রওনা দেন বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্কক ছাড়াও লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে তদন্তকারী সংস্থাদের। এই সমস্ত বিষয় নিয়ে জেরা করা হয় মেনকাকে। আর সেই জেরাতেই বহু মূল্যবান তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকর মেনকার দেওয়া সমস্ত তথ্য সাজাচ্ছেন ও রেকর্ড করেছেন। কারণ আগামীকাল শান্তিনিকতনে অভিষেকের পত্নীকে জেরা করবেন তাঁরা। সোমবার সকালে পঞ্চাসায়রে মেনকার ফ্ল্যাটে ঢোকার আগেই একপ্রকাস ধস্তাধস্তি হয়। টানা আড়াই ঘণ্টা জেরা করে নিজাম প্যালসে যান সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, নিজাম প্যালেসে সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন তদন্তকারী অফিসাররা। আগামীদিনে কীভাবে লালা ওরফে অনুপ মাঝি ও বিনয় মিশ্রকে ধরবেন তাঁর তথ্যই সাজাচ্ছে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে গত রবিবার সিবিআই নোটিস দেন অভিষেকের শ্যালিকাকে। সিবিআই-এর তরফে জানানো হয় সোমবার সকাল ১১ টায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সেইমতোই জেরায় রাজি হন মেনকা গম্ভীর।
আর সেই নোটিসে সাড়া দিয়ে এদিন সিবিআই-এর জেরায় নিজের পঞ্চসায়রের ফ্ল্যাটে মুখোমুখি হন মেনকা গম্ভীর। টানা আড়াই ঘন্টার জিজ্ঞাসাবাদের পর, সিবিআই-এর গোয়েন্দারা নিজাম প্যালেসের দিকে রওনা দেন বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্কক ছাড়াও লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে তদন্তকারী সংস্থাদের। এই সমস্ত বিষয় নিয়ে জেরা করা হয় মেনকাকে। আর সেই জেরাতেই বহু মূল্যবান তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকর মেনকার দেওয়া সমস্ত তথ্য সাজাচ্ছেন ও রেকর্ড করেছেন। কারণ আগামীকাল শান্তিনিকতনে অভিষেকের পত্নীকে জেরা করবেন তাঁরা। সোমবার সকালে পঞ্চাসায়রে মেনকার ফ্ল্যাটে ঢোকার আগেই একপ্রকাস ধস্তাধস্তি হয়। টানা আড়াই ঘণ্টা জেরা করে নিজাম প্যালসে যান সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, নিজাম প্যালেসে সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন তদন্তকারী অফিসাররা। আগামীদিনে কীভাবে লালা ওরফে অনুপ মাঝি ও বিনয় মিশ্রকে ধরবেন তাঁর তথ্যই সাজাচ্ছে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে গত রবিবার সিবিআই নোটিস দেন অভিষেকের শ্যালিকাকে। সিবিআই-এর তরফে জানানো হয় সোমবার সকাল ১১ টায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সেইমতোই জেরায় রাজি হন মেনকা গম্ভীর।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment