কয়লা কাণ্ডে অভিষেকের স্ত্রীয়ের পর শ্যালিকাকে নোটিশ সিবিআই-এর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের পর এবার তাঁর শ্যালিকাকে নোটিশ ধরালো সিবিআই। বাইপাসের ধারে আনন্দপুরে অভিষেকের স্ত্রীয়ের বোনের বাড়িতে গিয়ে কয়লা পাচার কাণ্ডে সাক্ষী থাকার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাইপাসের ধারে পঞ্চসায়রের একটি ফ্ল্যাটে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ দিয়েছেন বলে জানা গিয়েছে। কয়লা কাণ্ডে আগামীকাল সকাল ১১ টা নাগাদ তাঁর ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের জন্য যাবেন সিবিআই আধিকারিকেরা।
কয়লা পাচার কাণ্ডে রবিবার সোজা অভিষেক ব্যানার্জীর বাড়ির কড়া নারতে দেখা যায় সিবিআইকে। সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জীকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন কালীঘাটে অভিষেকের 'শান্তিনিকেতন'-এর বাড়িতে গিয়ে সেই নোটিশ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরাতে চেয়েছিলেন সিবিআই অধিকারিকেরা। মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েই এই নোটিশ দিতে চান বলেই জানা গিয়েছে। যদিও অভিষেকের স্ত্রী বাড়িতে না থাকায় তাঁর হাতে নোটিশ দেওয়া সম্ভব হয়নি। সিবিআই রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন কিছু লেনদেনের সন্ধান পেয়েছে যা রহস্যজনক।
সিবিআই আধিকারিকদের অনুমান ওই সন্দেহজনক লেনদেন ঘটানো হয়েছে কয়লা পাচারের কাজে। যদিও আর পাঁচজনের মতো এবারে সিবিআইয়ের তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেননি জিজ্ঞাসাবাদের জন্য। শুধুমাত্র ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর ভিত্তিতে সাক্ষী হিসেবে অভিষেকের স্ত্রীর বাড়িতেই মহিলা অফিসারের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী অফিসাররা।
সিবিআই-এর তরফে আজই জিজ্ঞাসাবাদের জন্য জোর দেওয়া হয়েছে, তাই অভিষেকের বাড়ির সদস্যদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। যাতে করে রুজিরা ব্যানার্জীর সময় মতোই সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। আরপিসি ১৬০ ধারা মোতাবেক নোটিশ দিয়ে রুজিরাকে মূলত পাচারকাণ্ডে সাক্ষী হিসাবে এদিনই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। সাংসদ অভিষেকের বাড়িতে সিবিআই যাওয়ার পরই পুলিশি পাহাড়া বাড়ানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
যদিও অভিষেকের স্ত্রীয়ের তরফে আজই যোগাযোগ করা হবে কিনা জানানো হয়নি। আপাতত নিজাম প্যালেসে সিবিআই-এর ওই বিশেষ দল অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। আজকের মধ্যে রুজিরার তরফে যোগাযোগ না করা হলে আগামীকাল আবার একটি নতুন নোটিশ দেওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
কয়লা পাচার কাণ্ডে রবিবার সোজা অভিষেক ব্যানার্জীর বাড়ির কড়া নারতে দেখা যায় সিবিআইকে। সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জীকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন কালীঘাটে অভিষেকের 'শান্তিনিকেতন'-এর বাড়িতে গিয়ে সেই নোটিশ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরাতে চেয়েছিলেন সিবিআই অধিকারিকেরা। মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েই এই নোটিশ দিতে চান বলেই জানা গিয়েছে। যদিও অভিষেকের স্ত্রী বাড়িতে না থাকায় তাঁর হাতে নোটিশ দেওয়া সম্ভব হয়নি। সিবিআই রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন কিছু লেনদেনের সন্ধান পেয়েছে যা রহস্যজনক।
সিবিআই আধিকারিকদের অনুমান ওই সন্দেহজনক লেনদেন ঘটানো হয়েছে কয়লা পাচারের কাজে। যদিও আর পাঁচজনের মতো এবারে সিবিআইয়ের তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেননি জিজ্ঞাসাবাদের জন্য। শুধুমাত্র ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর ভিত্তিতে সাক্ষী হিসেবে অভিষেকের স্ত্রীর বাড়িতেই মহিলা অফিসারের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী অফিসাররা।
সিবিআই-এর তরফে আজই জিজ্ঞাসাবাদের জন্য জোর দেওয়া হয়েছে, তাই অভিষেকের বাড়ির সদস্যদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। যাতে করে রুজিরা ব্যানার্জীর সময় মতোই সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। আরপিসি ১৬০ ধারা মোতাবেক নোটিশ দিয়ে রুজিরাকে মূলত পাচারকাণ্ডে সাক্ষী হিসাবে এদিনই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। সাংসদ অভিষেকের বাড়িতে সিবিআই যাওয়ার পরই পুলিশি পাহাড়া বাড়ানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
যদিও অভিষেকের স্ত্রীয়ের তরফে আজই যোগাযোগ করা হবে কিনা জানানো হয়নি। আপাতত নিজাম প্যালেসে সিবিআই-এর ওই বিশেষ দল অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। আজকের মধ্যে রুজিরার তরফে যোগাযোগ না করা হলে আগামীকাল আবার একটি নতুন নোটিশ দেওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
'তৃণমূল, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে,' ব্রিগেডে দাবি অধীরের
1st March 2021
Leave A Comment