এই মুহূর্তে




ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অভিষেক




নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে প্রথম কমিটির বৈঠকে উপস্থিত থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর,তিনি জানিয়েছেন, আগামী ১৫ ই মার্চ সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বিকেল চারটে নাগাদ তিনি ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন। ওই ভার্চুয়াল বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্ব কে যুক্ত হতে বলা হয়েছে। ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি এই বৃহস্পতিবার অর্থাৎ সাত দিন পর প্রথম বৈঠকে বসে। কিন্তু বৈঠকে প্রথম নাম রাজ্য সভাপতি সুব্রত বক্সির এবং দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকলেও তিনি কিন্তু উপস্থিত রইলেন না। নেতাজি ইন্ডোরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে হাতে আর সময় নেই বলে, এখন থেকেই ২৬-এর নির্বাচনের জন্য কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যতে সহমত পোষণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরপর দলের সকল নেতারা ভেবেছিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন সমস্ত কর্মসূচিতে। কিন্তু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত প্রথম কমিটির বৈঠকে যুবরাজ নিজে অনুপস্থিত থাকায় ফের জল্পনা দেখা দিয়েছে। যদিও এই বিষয়টিকে বড় করে দেখছে না, তৃণমূলের রাজ্য নেতৃত্ব। এ দিনের বৈঠকে জানানো হয়েছে 15ই মার্চ যে দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হবে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে তার বক্তব্য পেশ করবেন। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলায় গিয়েছিলেন সেবাশয় শিবিরে। বৃহস্পতিবার তিনি কলকাতাতেই ছিলেন। কিন্তু তারপরেও কেন তিনি এই বৈঠক এড়িয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম করে বলেছিলেন যে সেই সবটা গুছিয়ে বলেছে। দলের সর্বময় নেত্রী এই কথা বলায় সকলেই ভেবেছিলেন সমস্ত সমস্যা মিটে গিয়েছে।

তৃণমূল সুপ্রিমো স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা সংক্রান্ত কাজ পরিচালিত হবে ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটনের তৃণমূলের নতুন কার্যালয় থেকে। রাজনৈতিক মহলের ধারণা নেত্রী এই নির্দেশ দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছিলেন দলের কাজ দলের দপ্তর থেকেই হবে অন্য কোথাও থেকে নয়। অথচ ১৫ মার্চ যে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন তা তিনি অন্য যে কোন জায়গা থেকে করতে পারেন তার জন্য তাকে তৃণমূলের নতুন ভবনে আসতে হবে না। কমিটির প্রথম বৈঠকে অভিষেকের অনুপস্থিতি তাই কিছুটা হলেও নতুন করে জল্পনার জন্ম দিচ্ছে। এদিকে বৈঠকে তালিকার কাজ নিয়ে জেলা ভাগ ও নেতৃত্ব ের দায়িত্ব ভাব করে দিয়েছেন সুব্রত বক্সী। রাজ্য সভাপতি নিজে তিনি দেখবেন দক্ষিণ কলকাতার কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার। বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের একটি প্রতিনিধি দল এই ভোটার তালিকার গরমিল নিয়ে স্মারকলিপি জমা দিতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সিইও’র কাছে যাবেন।সেই মতো বৈঠক শেষেই বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সিইও’ র দফতরে ডেপুটেশন জমা দিতে যান সুব্রত বক্সি(Subrata Bakshi) , রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম সহ তৃণমূলের নেতা-মন্ত্রীরা ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি,আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত

পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর