নিজস্ব প্রতিনিধি: ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিকেল চারটের কিছু পরে তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন। অভিষেক এদিন তাঁর বাবাকে সঙ্গে নিয়েই ভোট দিতে এসেছিলেন। প্রসঙ্গত, এদিন অভিষেকের ঘণ্টাখানের আগেই এই বুথে ভোট দিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। দলনেত্রীর ভোটদানের পরই নিজের ভোট দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তাঁর স্থান।
তৃণমূলকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ইতিমধ্য়েই তাঁর নেতৃত্বে দলের শাখা বৃদ্ধি পেয়েছে অসম ও ত্রিপুরায়। গতকালই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তৃণমূলের পতাকা তুলে দিয়ে পশ্চিম ভরতের রাজ্য়েও তৃণমূলের জয়যাত্রা শুরু করিয়েছেন। এদিন ভবানীপুরে উপনির্বাচনে তিনি দিলেন, যেখানে প্রার্থী সয়ং দলনেত্রী। ভোট দিয়ে বের হয়ে তিনি কিছু না বললেও তাঁর মুখের চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন এই কেন্দ্র থেকে। পরে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, আজ ভবানীপুরের বাসিন্দা হিসেবে ভোট দিতে গেলাম। প্রতিটি ভোটই মূল্যবান এবং আমি আমি প্রক্য়েক মানুষকে গর্বের সঙ্গে আমার অভিজ্ঞতা জানাচ্ছি।