এই মুহূর্তে




‘উপনির্বাচনে ছক্কা তৃণমূলের’, জয়ের পরেই সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের একাংশকে বিঁধলেন অভিষেক




নিজস্ব প্রতিনিধি: বিধানসভার উপনির্বাচনে বাংলায় ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। যে ছয়টি আসনে উপনির্বাচন হয়েছিল তার সব কয়টিতেই বিপুল ভোটে জিতেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। আর দলের ওই বিপুল জয়ের পরেই ভোটারদের অভিনন্দন জানাতে গিয়ে রাজ্য সরকারকে লাগাতার নিশানা করা সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশকে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার (২৩ নভেম্বর) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘উপনির্বাচনের ছ’টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ‘জমিদার’রা বাংলাকে নানা ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল। নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাই কোর্টের একাংশের তৈরি করা নেতিবাচক প্রচার ভেস্তে দিয়েছে তৃণমূল।’ এবারই প্রথম উত্তরবঙ্গের মাদারিহাট আসন দখল করেছে ঘাসফুল শিবির। বিজেপির হাত থেকে ওই আসন কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার জন্য মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।  তিনি লিখেছেন, ‘মাদারিহাটের মানুষকে বিশেষ ভাবে ধন্যবাদ। আমাদের প্রথম বার সেবার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিক ভাবে বাংলা বিরোধীদের হারিয়ে আমাদের উপরে ভরসা রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি।’

উল্লেখ্য গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ছ’টি আসনে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে কোচবিহারের সিতাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি তৃণমূলের দখলে ছিল। আর আলিপুরদুয়ারের মাদারিহাট ছিল বিজেপির দখলে। শনিবার সকালে শুরু হয় ছয় আসনের ভোট গণনা। দুপুরের মধ্যে চারটি আসনে তৃণমূলের প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়। মেদিনীপুর এবং তালড্যাংরার ফল এখনও ঘোষিত নয়। তবে দু’টি কেন্দ্রেই এগিয়ে ঘাসফুল শিবিরের প্রার্থীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লেপ-কম্বল তৈরি রাখুন, সপ্তাহান্তে ১৫ ডিগ্রিতে নামবে পারদ

বাংলাদেশি রোগীদের বাড়তি ছাড়ের ঘোষণা করে বিতর্কে বেহালার হাসপাতাল

বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার: সিদ্দিকুল্লাহ চৌধুরী

সিনেমার কোনও সীমা নেই, চলচ্চিত্র উ‍ৎসব উদ্বোধনে বার্তা মমতার

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর