সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আজই ঘোষিত হতে চলেছে বাংলা সহ দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। আর এদিনই সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন করতে চোখে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে জল্পনায় ছড়িয়েছে এদিন বিকালেই হয়তো প্রার্থীপদ ঘোষণা করে দেওয়া হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে রাজ্যের শাসক দলের সেই প্রার্থীপদ ঘোষণা করবেন তৃণমূলনেত্রী স্বয়ং। তার আগেই দলীয় কার্যালয়ে অভিষেক সম্পন্ন করবেন বিশেষ পুজো যা এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। সেই পুজো পরিচালনার জন্য আবার রয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দয়িতাপতি। তিনি এদিন একটি যজ্ঞও করছেন বলে জানা গিয়েছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ও তৃণমূলের দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন একই দিনে হওয়ায় অনেকেই মনে করছেন ভোটের সাফল্য পেতেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং তৃণমূলের কাছে খবর ছিল ঠিক কোন দিন ভোট ঘোষণা হতে চলেছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের কার্যালয়ে এদিনের পুজো যা যাগযজ্ঞের সঙ্গে ভোটের কোনও সম্পর্কই নেই। বছরে দু’বার করে পুরীর মন্দির থেকে দয়িতাপতি সেবায়েত এনে জগন্নাথের নামে যজ্ঞ করেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী নিজে সেই যজ্ঞে হাজির থাকেন। তবে এদিন তিনি সেখানে থাকতে পারছেন না, পরিবর্তে সেখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন যেহেতু ভোটের নির্ঘন্ট ঘোষিত হতে চলেছে তাই এদিনই তৃণমূলের প্রার্থীপদ ঘোষিত হয়ে যেতে পারে। অনান্যবারও ভোট ঘোষণার দিনই তৃণমূলের প্রার্থীপদ ঘোষিত হয় তৃণমূলের। এবারও সেই রীতির ছেদ ঘটবে না।
রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ও তৃণমূলের দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন একই দিনে হওয়ায় অনেকেই মনে করছেন ভোটের সাফল্য পেতেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং তৃণমূলের কাছে খবর ছিল ঠিক কোন দিন ভোট ঘোষণা হতে চলেছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের কার্যালয়ে এদিনের পুজো যা যাগযজ্ঞের সঙ্গে ভোটের কোনও সম্পর্কই নেই। বছরে দু’বার করে পুরীর মন্দির থেকে দয়িতাপতি সেবায়েত এনে জগন্নাথের নামে যজ্ঞ করেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী নিজে সেই যজ্ঞে হাজির থাকেন। তবে এদিন তিনি সেখানে থাকতে পারছেন না, পরিবর্তে সেখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন যেহেতু ভোটের নির্ঘন্ট ঘোষিত হতে চলেছে তাই এদিনই তৃণমূলের প্রার্থীপদ ঘোষিত হয়ে যেতে পারে। অনান্যবারও ভোট ঘোষণার দিনই তৃণমূলের প্রার্থীপদ ঘোষিত হয় তৃণমূলের। এবারও সেই রীতির ছেদ ঘটবে না।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment