24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:02 am
নিজস্ব প্রতিনিধি: সপরিবারে সরস্বতী পুজো (Saraswati Puja) করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নিজের বাড়িতে স্ত্রী, মেয়ে, ছেলেকে নিয়ে পুজো করলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
বৃহস্পতিবার নিজের বাড়ির সরস্বতী পুজোর অনুষ্ঠানে্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছবি পোস্ট করার পাশাপাশি রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘বিমল মানসসরসবাসিনী,/শুক্লবসনা শুভ্রহাসিনী,/বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী/কমলকুঞ্জাসনা,/ তোমারে হৃদয়ে করিয়া আসীন…’ জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতী মেধা-প্রজ্ঞা ও কারুকলার অধিষ্ঠাত্রী দেবী। তিনি জ্যোতির্ময়ী এবং পুস্তকধারিণী মহাশ্বেতা। আজ বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে মা জ্ঞানদায়িনীর কাছে প্রার্থনা জানালাম। বীণাপাণি দেবীর আশীর্বচনে বাংলা তথা দেশের প্রত্যেকটি শিক্ষার্থীর ভবিষ্যত আলোকজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোর দ্যুতিতে তারা আলোকিত হোক – এই কামনা আমার। বাংলা তথা দেশের সকল শিল্পীদের প্রতিভা উন্মীলিত হোক এবং তা গৌরবের সঙ্গে ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশে। মা বাগীশ্বরীর আশিসে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবন হোক কলুষমুক্ত। আজকের এই শুভদিনের কিছু বিশেষ মুহূর্ত।’
বৃহস্পতিবার পুজোর আসরে পাঞ্জাবি পরে পুজোতে অংশ নেন সাংসদ। ছেলে আয়াংশ ও মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। ছোট্ট আজানিয়া পুজোর আসরে বসে শাঁখ বাজান। ছেলে আয়াংশের মাথায় স্নেহের চুম্বন করেন সাংসদ। এদিন দেবী সরস্বতীর কাছে দেশের সমস্ত পড়ুয়ার ভবিষযত যাতে উজ্জ্বল হয়, তাই নিয়ে প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।