-273ºc,
Saturday, 3rd June, 2023 3:23 am
নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Bengal Chief Minister) পথ দেখিয়েছেন। সেই পথেই হেঁটে চলেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা ডায়মন্ডহারবারের(Daimond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সূত্রেই চলতি মাসেই তিনি নিজ সংসদীয় কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। তাঁর লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে ওই বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ এখনও শেষ হয়নি, তা নিয়েও আলোচনা হতে পারে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের বিধায়কেরা, ওই লোকসভা কেন্দ্রের আওতায় থাকা এলাকার জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুর এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিক এবং বাস্তুকাররা। বৈঠকটি হবে বজবজ-২ ব্লকের নোদাখালি এলাকায়। উল্লেখ্য, এর আগে গত বছর ১৪ নভেম্বর ডায়মন্ডহারবার পুরসভা এলাকার রবীন্দ্রভবনে এই ধরনের বৈঠক করেছিলেন অভিষেক। তবে এবারের বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন লালন মৃত্যুর জেরে সাসপেন্ড ২ সিবিআই আধিকারিক সহ ৪
নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারকে সব সময় বিশেষ নজরে দেখেন অভিষেক। লকডাউনের সময় ডায়মন্ডহারবার এলাকা জুড়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দিতে তিনি যেমন কর্মসূচি নিয়েছিলেন তেমনি এলাকার যুব সম্প্রদায়কে খেলাধূলায় এগিয়ে আসতে প্রতি বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। পাশাপাশি, নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন অভিষেক। ‘এক ডাকে অভিষেক’ নাম দিয়ে গত বছর থেকেই এই হেল্পলাইন শুরু করেছেন অভিষেক। এসবের পাশাপাশি গত বছর নভেম্বর মাস থেকে নিজের সংসদীয় এলাকার উন্নয়নের পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছেন প্রশাসনিক বৈঠক। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার আনাচেকানাচে উন্নয়ন হচ্ছে কী হচ্ছে না সেটা জানার জন্য যেমন বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন তেমনি অভিষেকও নিজ সংসদীয় কেন্দ্রের উন্নয়ন নিয়ে অভাব-অভিযোগ নিয়ে প্রশাসনিক বৈঠক করা শুরু করেছেন যাতে মানুষের চাহিদা, অভাব অভিযোগের কথা তিনি জানতে পারেন।