এই মুহূর্তে




‘মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক’, শুভেচ্ছা ট্যুইট কুণালের

Courtesy - Facebook and Twitter




নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই জন্মদিন। তার আগেই জন্মদিনের প্রাক সন্ধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ট্যুইট শুভেচ্ছা(Birthday Eve Tweet Wish) জানালেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। আর সেই ট্যুইটেই তিনি লিখে দিলেন, ‘মমতাদির(Mamata Banerjee) পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক।’ সেই ট্যুইট ঘিরে এখন তৃণমূলকর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। রাজ্য রাজনীতিতেও কুণালের সেই ইঙ্গিতবাহী পোস্ট অনেক প্রশ্নের জন্মের দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেকই এখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে কার হাতে দল থাকবে তা কিন্তু মমতা নিজেও এখনও প্রকাশ্যে অন্তত জানাননি। খালি জানিয়েছেন, তাঁর যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে দল কে দেখবে সেটা তিনি উইল করে দিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু একবারও এটা বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দল দেখবেন। তবে কুণাল এদিন সাদামাটা ভাবে স্পষ্টতই জানিয়ে দিলেন মমতার পরে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেকই, অন্তত তিনি তেমনটাই দেখতে পাচ্ছেন।

আরও পড়ুন, কোলে বসে মুখ পুড়িয়েছেন দলের, অবশেষে তদন্ত কমিটি থেকে ডাক তন্ময়কে

তা কী লিখেছেন কুনাল? তৃণমূলের এই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা পেশায় সাংবাদিক লিখেছেন, ‘রাত পোহালেই @abhishekaitc এর জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার ওপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।’

আরও পড়ুন, অতি লোভে তাঁতি ডোবে, নিজেই ভুলে গিয়েছিলেন শিক্ষক, খোয়ালেন ১৬ লক্ষ টাকা

 অবশ্য এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এর আগেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েও সেই একই বার্তা দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এবারের বার্তাটা এল এমন একটা সময়ে যখন কিছুদিন আগেই কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করে দিয়েছেন। দলেরই বিজয়া সম্মিলনীর মঞ্চে বিধায়কের ওই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এছাড়াও মাঝে একাধিক তৃণমূল নেতার মুখে একই কথা শোনা গিয়েছে। যদিও অভিষেককেই নিজের রাজনৈতিক উত্তরসূরী হিসাবে বুঝিয়ে দিয়েছেন মমতা। আর তাই কুণালের ট্যুইটের পরে প্রশ্ন উঠেছে, দলের নির্দিষ্ট কোনও শিবিরকে বার্তা দিতেই কী এদিন কুণাল মেপে ট্যুইট করেছেন। কেননা জোড়াফুলের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব এখনও পুরোপুরি মিটে যায়নি বলেই খবর। সেক্ষেত্রে কী অভিষেকের হাতেই দলের দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেটা বোঝাতেই কুণালের এই ট্যুইট!  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর