এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দ্রৌপদী মুর্মুর বৈঠকে অনুপস্থিত ৫ বিজেপি বিধায়ক-সাংসদ, অস্বস্তিতে পদ্মশিবির

নিজস্ব প্রতিনিধি: আবারও চরম অস্বস্তিতে পড়তে হল বঙ্গ বিজেপিকে (BJP)। বঙ্গ সফরে প্রচারে এসেছিলেন এনডিএ (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (DRAUPADI MURMU)। তাঁর সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি চেয়েছিল শক্তি প্রদর্শন করতে। কথা ছিল, রাজ্যের সকল বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী। তবে তা আর হয়ে উঠল না। অনুপস্থিত থাকলেন পদ্মশিবিরের ৫ জন সাংসদ (MP) এবং বিধায়ক (MLA)।

বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ রও বেশি আসনের কথা বললেও ভাগ্যে জুটে ছিল ৭৭ টি আসন। এরমধ্যে ৭ জন ইতিমধ্যেই পদ্ম ছেড়ে ধরেছেন জোড়া ফুল। গেরুয়া তাঁবুতে ৭০ জন বিধায়ক। তবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬৮ জনকে। ২ বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। জানা গিয়েছে, বিধায়ক অশোক লাহিড়ীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।। বিজেপি শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থতার জন্যই আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। প্রশ্ন উঠছে, অসুস্থতার কারণে আসতে পারবেন না জেনেও, এই বিধায়ককে অন্তত আমন্ত্রণ জানানো উচিত ছিল। অন্যদিকে আমন্ত্রণ জানানো হয়নি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে। পবন খাতায় কলমে বিজেপি বিধায়ক। তাঁর বাবা ব্যারাকপুরের সাংসদ। সদ্য ঘরওয়াপসি হয়েছে অর্জুন সিংয়ের। তবে ছেলে রয়েছেন পদ্ম শিবিরেই। দল সূত্রে খবর, বাবার দলবদলের কারণেই ছেলেকেও ডাকা হয়নি বৈঠকে।

তবে ৬৮ জন বিধায়ককেও এই দিন দেখা গেল না একসঙ্গে। বৈঠকে ছিলেন মাত্র ৬৫ জন। তাই প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দক্ষতা নিয়ে। জানা গিয়েছে, বৈঠকে অনুপস্থিত ছিলেন মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী। অনুপস্থিত ছিলেন, উত্তরবঙ্গের দুই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও নিরজ জিম্মা।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, জিটিএ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আনীত থাপা। জিটিয়েতে শপথগ্রহণ করেছেন ৪৫ জন। সেই পাহাড়ের পদ্মশিবিরের দুই বিধায়কের উপস্থিতি কামনা করেছিল বিজেপি। আশা ছিল, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বৈঠকে উপস্থিত থাকবেন এই দুই বিধায়ক। উত্তরবঙ্গের দুই বিধায়কের অনুপস্থিতি ভাবাচ্ছে বঙ্গ বিজেপিকে। আবার মতুয়া বিধায়কের অনুপস্থিতিও ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় একাধিকবার প্রকাশ্যে বিজেপি নেতৃত্বের ওপর উগরে দিয়েছিলেন এই বিধায়ক।

অন্যদিকে, রাজ্য বিজেপিতে সাংসদ ১৬ জন।‌ তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন ২ জন। মানে, গেরুয়া শিবিরের ১৪ সাংসদ মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মুর কাছে। অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডা: সুভাষ সরকার এবং সাংসদ রাজু বিস্তা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন রাজু। তবে মঙ্গলবার অনুপস্থিত কেন? আজকের দিনে উত্তরবঙ্গের এই সাংসদের অনুপস্থিতিও কেমন যেন বেসুরো। পদ্মশিবির থেকেই জানা গিয়েছে, ডা: সুভাষ সরকার না কি অন্য ব্যস্ততার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি!

মানে, আমন্ত্রণ জানানো হয়নি ২ বিজেপি বিধায়ককে। অনুপস্থিত ৩ গেরুয়া শিবিরের বিধায়ক ও পদ্ম তাঁবুর ২ সাংসদ।

বৈঠকে উপস্থিত সাংসদ ও বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর আশা, অন্যান্য বিরোধীদলের জনপ্রতিনিধিরাও তাঁকে ভোট দেবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

আচমকাই জেগে উঠল গুরু প্রেম, প্রয়াত অজিত পাঁজার বাড়িতে হাজির ‘দলবদলু’ তাপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর