এই মুহূর্তে




একুশে জুলাইয়ের প্রচারে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সায়ন্তিকা




নিজস্ব প্রতিনিধিঃ একুশে জুলাইয়ের প্রচারে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই রথযাত্রার দিন শহরের বিভিন্ন অঞ্চলে আমন্ত্রণ থাকে তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার জন্যে আপাতত কোথাও যেতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন নায়িকার সহকারী। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? দিন কয়েক আগেই নিজের কাছের সঙ্গীকে হারিয়েছেন অভিনেত্রী। তাঁর পোষ্য সিরাজ মারা গিয়েছে। গত রবিবার পোষ্যের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে বিষয়টি ভক্তদের কাছে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই কারণেই কী হতাশায় ভুগছেন অভিনেত্রী?

এ বিষয়ে সায়ন্তিকার সহকারী জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের জন্যে সর্দি-জ্বরে ভুগছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সামনেই একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবস। গতকাল বৃহস্পতিবার রোদ্দুর মাথায় নিয়ে বরাহনগরের বিভিন্ন অঞ্চলে একুশে জুলাইয়ের প্রচার সেরেছেন নায়িকা। এরপরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সিরাজকে হারিয়ে একেবারে মন ভাল নেই অভিনেত্রীর। মাঝে মধ্যেই পোষ্যদের নিয়ে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। তেমনই সিরাজও তাঁর অত্যন্ত প্রিয় পোষ্য ছিল। গত রবিবার সকাল ৮ টায় মারা গিয়েছে সে। শুটিং, রাজনৈতিক কাজের অবসরে বাড়িতে থাকলে সিরাজকে সময় কেটে যেত নায়িকার। কিন্তু এখন সিরাজ নেই তাঁর পাশে। একদিকে সিরাজকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে রোদ-বৃষ্টিতে ঘুরে ঘুরে একুশে জুলাইয়ের প্রচার সেরেছেন তিনি। তাই সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী-বিধায়ক।

গত রবিবার সিরাজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সায়ন্তিকা। যেখানে কোথাও সায়ন্তিকার সঙ্গে বসতে থাকতে দেখা গিয়েছে সিরাজকে। আবারও কোথাও আবার জানলা দিয়ে উঁকি মারতে দেখা গিয়েছিল সিরাজকে। কোথাও আবার সিরাজের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে নায়িকাকে। অভিনেত্রী ছবির সঙ্গে লিখেছিলেন, “সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর কখনওই আগের মতো থাকতে পারব না। তুই আমার গোটা পৃথিবী ছিলি। আমরা সবাই তোকে খুব ভালবাসি।” অভিনেত্রীর এই পোস্টে তাঁকে সমবেদনা জানিয়েছিলেন তাঁর বন্ধু মিমি চক্রবর্তীও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ