এই মুহূর্তে




দিলীপ জায়া রিঙ্কুর ছেলের ময়না তদন্ত রিপোর্টে কী জানাল হল? জানলে চমকে যাবেন




নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এল। তাতে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যার ঘটনা নয় এটি। কোনও অবাঞ্ছিত ঘটনাও ঘটেনি। ময়না তদন্তের ছয় থেকে সাত ঘন্টা আগে প্রীতমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে Acute hemaragic pancreatitis এর ফলেই তার মৃত্যু। এছাড়াও লিভার হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল। রক্তচাপে সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায় দাবি চিকিৎসকদের। হাসপাতালে দেহ নিয়ে যাওয়া ৫-৬ ঘন্টা আগে মৃত্যু। প্রীতমের হৃদ যন্ত্র ও লিভার খুব বড় হয়ে গিয়েছিল। কিডনির আকারও বড় ছিল। পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর মতামত চিকিৎসকদের।

এদিন ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর ছেলের মৃতদেহ তুলে দেওয়া হয় মা রিঙ্কুর হাতে। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ওই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ হয়ে বলেন, একটা জলজ্যান্ত ছেলে এভাবে চলে গেল? কী যে হল কিছুই বুঝতে পারছি না। ময়নাতদন্ত হয়েছে রিপোর্ট প্রকাশ্যে এলে জানা যাবে মৃত্যুর কারণ কী।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রিঙ্কুদেবী সাংবাদিকদের জানান, তার সাথে তার ছেলের সোমবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে। তার ছেলে বলেছিল মঙ্গলবার সকালে উঠে সে বাইরে যাবে অফিসের কাজে।  ইদানিং তার মা হিসেবে মন খুব চঞ্চল ছিল। কারণ তার ছেলে যে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না তা সে বুঝতে পারছিলেন। অথচ রিঙ্কু দেবী শ্বশুর বাড়িতে ভালো-মন্দ রান্না করছিলেন। ছেলে ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না ভেবে তার মন খারাপ হচ্ছিল। তিনি ভেবেছিলেন নিজের স্বামীকে বলবেন হয় তিনি নিজের ছেলেকে নিজের কাছে এনে রাখবেন অথবা নিজে গিয়ে ছেলের কাছে থাকবেন। কিন্তু তার আগেই ঘটে যায় এই অঘটন। রিংকু দেবীকে আর জিকর হাসপাতাল চত্বরে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলতে শোনা যায় আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না। তখন ছেলের মৃতদেহে ময়নাতদন্ত চলছে মর্গে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

‘রাজ্যকে জানিয়ে জল ছাড়তে হবে’, ডিভিসিকে জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ