এই মুহূর্তে




ভর্তির পোর্টালে আবেদনে কতটা সাড়া? ক্লাস কবে থেকে?




নিজস্ব প্রতিনিধি : অবশেষে জট কাটিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন জমা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে পড়ুয়ারা ভর্তির জন্য আবেদন করছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের চালু করেছিলেন। বুধবার পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে আবেদন জমা করতে শুরু করেছিলেন পড়ুয়ারা। এই পোর্টালকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চরমে।

কেউ মোবাইল ফোনে, কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে পোর্টাল সংক্রান্ত তথ্য নিয়েছেন। পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের আবেদনপত্র জমা হতে শুরু করেছিল। পড়ুয়ারা সর্বাধিক ২৫ টি কলেজে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কোনও টাকাপয়সা লাগবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন,  প্রথম পর্যায়ে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। পোর্টাল খোলার ২ ঘণ্টার মধ্যেই বহু পড়ুয়ারা আবেদনপত্র জমা করেছেন। জানা গিয়েছে পোর্টাল খোলার পরেই মাইক্রোবায়োলজিতে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির জন্য আবেদন করেছেন। পাশাপাশি রয়েছে বিবিএ, ইংরেজি সহ অন্যান্য বিষয়।

দ্বিতীয় দফায় ২ অগাস্ট থেকে আবেদন গ্রহণ করা যাবে। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর। বীণা নামে একটি এআই নির্ভর চ্যাটবটকে কার্যকরী করা হয়েছে। ১ অগাস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।

পোর্টালে আবেদন করা সময় প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন করে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকবে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে সবকটি কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত করা হবে। তারপরে পোর্টালের মাধ্যমেই টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এই সবটাই পড়ুয়াদের মেধার ওপর নির্ভর করে করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ