এই মুহূর্তে




কসবাকাণ্ডে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ রাজ্য সরকারের




নিজস্ব প্রতিনিধি: জয়নগর- ফারাক্কা ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা যে আইনজীবীর সওয়ালে হয়েছিল, সেই বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করল রাজ্য সরকার। কসবা গণধর্ষণ মামলায় বিভাস চট্টোপাধ্যায়কে(Bivas Chattapadhay) নিয়োগ করা হলো সরকারি বিশেষ আইনজীবী হিসেবে। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের পরপর দুটি ঘটনায় ফাঁসির সাজা দিয়েছিল আদালত। সেই মামলাগুলিতে সরকারি আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়। ফাঁসির পক্ষে ওই দুটি মামলায় জোরদার ছাওয়াল করেছিলেন বিভাস চট্টোপাধ্যায়। কসবার মতো একটি গুরুত্বপূর্ণ গণধর্ষণের ঘটনায় রাজ্য সরকার চাইছে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তদের। আর তাই সেখানে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে এবার নিয়োগ করল রাজ্য সরকার।

মঙ্গলবার আলিপুর আদালতের(Alipur Court) ভেতরের পেশ করা হয়েছিল। অভিযুক্ত তিনজনের তরফে কোন জামিনের জন্য আবেদন আদালতে জমা পড়ে নি। সরকারি তরফে আইনজীবীরা জানিয়েছেন পারপাস সিট তথ্য প্রমানের সঙ্গে ডিজিটাল এভিডেন্স সবটাই হুবহু মিলে যাচ্ছে ।নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েছিলেন ইনহেলার এনে তাকে সুস্থ করে আবার তার ওপর শারীরিক অত্যাচার করা হয় এতটাই বেপরোয়া ছিলেন মূল অভিযুক্ত। গণধর্ষণকাণ্ডে নতুন করে আরো বেশ কিছু ধারা অভিযুক্তদের বিরুদ্ধে নিয়ে আসে সরকারি পক্ষের আইনজীবী পুলিশের তদন্তের দরুন।কসবা ল কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনের বিরুদ্ধে এবার আরও ৬টি নতুন ধারা যুক্ত করল কলকাতা পুলিশ(KP)। এর ফলে মোট ৯টি ধারায় মামলা রুজু অভিযুক্তদের বিরুদ্ধে। তদন্তে গতি আনতে ও ঘটনার জটিলতা খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তদন্তকারীরা।মঙ্গলবার আলিপুর আদালতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ছয়টি নতুন ধারা যুক্ত করার আবেদন জানায় এবং আদালত তা মঞ্জুর করে। নতুন এই ধারাগুলি হল—

১ ধারা ৭৭: কোনও মহিলার অনুমতি ছাড়া তাঁর ছবি তোলা বা প্রচার করা
২ ধারা ১১৮(১): বিনা প্ররোচনায় কাউকে আঘাত করা
৩ ধারা ৩৫১(৩): অপরাধমূলক ভীতি প্রদর্শন
৪ ধারা ১৪০(৩): অপহরণ
৫ ধারা ১৪০(৪): আঘাত বা নির্যাতনের উদ্দেশ্যে অপহরণ
৬ ধারা ১৪২: অপহৃত ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা।এই নতুন ধারাগুলি যুক্ত করা হয়েছে মনোজিৎ মিশ্র ছাড়াও প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকী ঘোষের বিরুদ্ধেও।
FIR-এ আগে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি ছিল – গণধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং সহযোগী হয়ে অপরাধ সংঘটনের অভিযোগ।কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) এখন এই কাণ্ডের তদন্তের দায়িত্বে রয়েছে। আর তারাই এবার নতুন ধারা সংযোজন করলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

জোকা IIM ধর্ষণকাণ্ডে ধৃতের ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত

IIM কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি

সুখবর! SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও ৭ দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ