এই মুহূর্তে




পুজোর পরে নভেম্বরের শেষে শুরু হতে পারে ‘দুয়ারে উদ্যম’ শিবির

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ক্রমশই চেনা ছন্দে ফিরছে বাংলা(Bengal)। জুনিয়র চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি তুলে নিতেই সেই চেনা ছন্দ এখন ধরা পড়ছে সর্বত্র। গত দেড় মাস আর জি কর কাণ্ডকে ঘিরে রাজ্যজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার জেরে সব থেকে বেশি ধাক্কা খেয়েছে রোগীদের চিকিৎসা। একই সঙ্গে ধাক্কা এসেছে রাজ্যের বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রেও। অগস্ট-সেপ্টেম্বরে ‘দুয়ারে উদ্যম’(Duyare Udyam) শিবির হওয়ার কথা ছিল, যার জন্য কার্যত মুখিয়ে থাকেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি মাপের শিল্পপতিরা। সেই ‘দুয়ারে উদ্যম’ শিবির পিছিয়ে দেওয়া হচ্ছে পুজোর পরে। আগামী নভেম্বর মাসের শেষে শুরু হতে পারে এই শিবির, নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, ‘দুয়ারে উদ্যম’ সফল ভাবে রূপায়ণ করতে উপদেষ্টা হিসেবে প্রাইসওয়াটার্সহাউজ কুপার্সকে(Pricewaterhouse Coopers International Limited) নিয়োগ করেছে রাজ্য। একই সঙ্গে জানা গিয়েছে, গত বছর উদ্যম পোর্টালে(Udyam Portal) নথিভুক্তির কাজ হয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবিরের অঙ্গ হিসেবেই। সূত্রের দাবি, তাতে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি বলেই এ বার আলাদা করে ‘দুয়ারে উদ্যম’ শুরুর পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার।

আরও পড়ুন, বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদি সরকারের, আবাস যোজনায় ১৯০ কোটির বরাদ্দ বাংলাকে

‘দুয়ারে উদ্যম’ শিবির করার মুখ্য উদ্দেশ্যই হল রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকারের ‘উদ্যম’ পোর্টালে নথিভুক্ত করানো। সাধারণত এখানে নথিভুক্ত না হলে, ঋণ বা সরকারি ভর্তুকির সুবিধাগুলি পায় না ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি। পাওয়া যায় না রাজ্য ও কেন্দ্রের অন্যান্য সাহায্যগুলিও। উদ্যম পোর্টালে নথিভুক্তিতে দেশে বাংলা এখন সারা দেশের মধ্যে ৮ নম্বরে। এই ছবিটা বদলাতে শিবির জরুরি। বিশেষত রাজ্য যেহেতু ছোট শিল্পেই বেশি জোর দেয় তাই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে এই প্রকল্পের অধীনে আনাটাও খুবই প্রয়োজনীয়। সেই আনার কাজ অবশ্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেননা দায়িত্ব পাওয়ার পরে প্রাইসওয়াটার্সহাউজ় কুপার্স ছোট সংস্থাগুলির সংগঠন ফসমির সঙ্গে বৈঠক করেছে। সেখানেই ফসমিত তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শিবির সফল করতে কাজ করবে ফসমির সব সদস্য। ফস্মিকে জানিয়েই সব ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রাইসওয়াটার্সহাউজ় কুপার্সও।

আরও পড়ুন, বাম-বিজেপিকে ধাক্কা দিয়েই অধীর বিদায় সম্পন্ন প্রদেশ কংগ্রেসে, জোটবার্তার ইঙ্গিত তৃণমূলকে

তা কবে হতে পারে এই ‘দুয়ারে উদ্যম’ শিবির? নবান্নের আধিকারিকদের দাবি, উৎসব মরশুম শেষ হলেই এই বিষয়ে যা করার তা করা হবে। সেই হিসাবে নভেম্বর মাসের ১৫ তারিখের পরেই শিবির হওয়ার সম্ভাবনা থাকছে। শিবিরে নাম নথিভুক্তির জন্য এক-দেড় মাস লাগবে। ফলে নভেম্বরের শুরু থেকে ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে ব্লক-স্তরে শিবিরগুলি হবে। ব্লক স্তরেই শিবির করে পরিষেবা দেওয়া হবে। দেড় মাস টানা সময় পেলে কাজ সম্পন্ন হবে। ২৩টি জেলা ধরে প্রতি দিনই কোনও না কোনও ব্লকে শিবির হবে। রাজ্যের সিংহভাগ সংস্থা এখনও সরকারি খাতায় নথিভুক্ত নয়। তাই প্রতিটি ব্লকে ‘দুয়ারে উদ্যমের’ চিন্তাভাবনা। কেন্দ্রীয় তথ্য বলছে, ২০২৩ পর্যন্ত রাজ্যের ১২.৪ লক্ষ ছোট সংস্থা উদ্যম নাম লিখিয়েছিল। যদিও নাবার্ডের তথ্যে দাবি, সংখ্যাটা ৯০ হাজারের বেশি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর