সারদা কাণ্ডে ফের ইডির নজরে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ফের ইডি-র দফতরে হাজিরা দিলেন রজত মজুমদার। সারদাকাণ্ডে জড়িত থাকার কারণে ২০১৪ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি রজত মজুমদার-কে, পরে অবশ্য তাঁকে ছেড়েও দেওয়া হয়। সারদা সংস্থার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি।
সারদা গ্রাহকদের কোটি কোটি টাকা ভুয়ো লগ্নির নামে আত্মসাৎ করার ফলে আর্থিক কেলেঙ্কারির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সঙ্গে ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছিল ২০১৪ সালে। যদিও তার কয়েকমাস পর ২০১৫ সালে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
১৯৭১ সালের ব্যাচের এই আইপিএস অফিসার পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ২০০৮ সালে তিনি রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি পদে ইস্তফা দিয়ে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগ দেন। ২০১০ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন ও শান্তনু ঘোষের থেকে একটি সংবাদ চ্যানেলও কেনেন তিনি। সূত্রের খবর, সেই চ্যানেলটিরই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তথ্য পেতেই জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
সারদা গ্রাহকদের কোটি কোটি টাকা ভুয়ো লগ্নির নামে আত্মসাৎ করার ফলে আর্থিক কেলেঙ্কারির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সঙ্গে ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছিল ২০১৪ সালে। যদিও তার কয়েকমাস পর ২০১৫ সালে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
১৯৭১ সালের ব্যাচের এই আইপিএস অফিসার পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ২০০৮ সালে তিনি রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি পদে ইস্তফা দিয়ে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগ দেন। ২০১০ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন ও শান্তনু ঘোষের থেকে একটি সংবাদ চ্যানেলও কেনেন তিনি। সূত্রের খবর, সেই চ্যানেলটিরই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তথ্য পেতেই জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment