27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:21 pm
সুব্রত রায়:২০১৪ টেট চাকরিপ্রার্থীদের আজ এক্সাইড মোড়ে মিছিলকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরি- প্রার্থীদের বিক্ষোভ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা চালানোর ছক কষেছিল একদল বিক্ষোভকারি। কিন্তু কলকাতা পুলিশ(Kolata Police) তা ভেস্তে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কয়েকজন চাকরি প্রার্থীর। মাথা ফেটে যায় এক বিক্ষোভকারীর। কলকাতার রাজপথ আজ বিক্ষোভকারীদের তাণ্ডবে অশান্ত হয়ে ওঠে। পুলিশ অবশেষে বল প্রয়োগ করে প্রিজন ভ্যানে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায়।
একাধিক চাকরি প্রার্থীরা আজ গুরুতর আহত হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। কিন্তু তাদের আন্দোলন হঠাৎ এক্সাইড মোড় থেকে চলে যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Banerjee) অফিসের সামনে। ধরনায় বসতে যান সেখানে বিক্ষোভকারীরা ব্যস্ত বুধবার দুপুরে ব্যস্ত ক্যামাক স্ট্রিটে যান চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসের দিকে এগোতে গেলে তাদের জোর করে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে ধরপাকড় করে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এক কথায় চাকুরী প্রার্থীরা নিয়োগ চেয়ে আজ কলকাতার রাজপথে আন্দোলন করার সময় হঠাৎ বেশ কিছু বিক্ষোভকারী রাজনৈতিক উদ্দেশ্যে গুন্ডামির পথ বেছে নেয়।
কিন্তু দক্ষ কলকাতা পুলিশের পাঁচ আইপিএস সহ অন্যান্য পুলিশকর্মীরা অত্যন্ত বুদ্ধির দ্বারা সেই চক্রান্ত ভেস্তে দেন।বুধবার অত্যন্ত পরিকল্পনামাফিক বিক্ষোভকারীরা প্রথমে ব্যস্ত এক্সাইড মোড়ে (Exside Crossing)এবং পরবর্তীকালে ক্যামাক স্ট্রিটে(Camac Street) পৌঁছে অরাজকতা তৈরির চেষ্টা করে। কিন্তু কলকাতা পুলিশ অত্যন্ত বুদ্ধির সঙ্গে গোটা পরিস্থিতি মোকাবেলা করে। বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশ।