এই মুহূর্তে




কসবাকাণ্ডে সিবিআই নয়, পুলিশের ওপরেই ভরসা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের




নিজস্ব প্রতিনিধি: কসবা কাণ্ডে সিবিআই এর ওপর নয়, পুলিশের ওপর ভরসা রাখলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সদর দপ্তরে তিনি বলেন, আর জিকর কাণ্ডে তদন্তে সিবিআই সফল নয়। কসবা কাণ্ড ঘিরে শুরু হওয়ার রাজনৈতিক বিতর্কে তৃণমূলের হাতিয়ার অগ্নিমিত্রা পালের এই মন্তব্য। ইতিমধ্যে অগ্নিমিত্রা পালের সেই বক্তব্যকে সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। যদিও এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) দাবি করেছেন, এই মত অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়।

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে(Falguni Patra) সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা পাল শনিবার রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন। দুই মহিলা নেত্রীকে সামনে এনে বিজেপি কসবা কাণ্ডে সুর চড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সাংবাদিক বৈঠকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তৃণমূলকে পাল্টা সুর চড়াতে গিয়ে সাংবাদিকরা কসবা কাণ্ডে তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত এ বিষয়ে অগ্নিমিত্র পালকে প্রশ্ন করলে তিনি বলেন, আর জিকর মামলায় সিবিআই সফল নয়। এটা আমি সহমত। তাই আমরা সিবিআই চাই না।

আমরা চাই তদন্ত এই পুলিশ করুক। যার মাইনে হয় আপনার আমার পরের টাকায়। পুলিশ তদন্ত করে সত্যকে সামনে আনুক। অগ্নিমিত্রা পালের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল(TMC) সমাজ মাধ্যমে লেখেন এখন তিনি(অগ্নিমিত্রা পাল) মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন। রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার বলেন ,এটা আমাদের দলগত অবস্থান নয়। এটা অগ্নিমিত্রার ব্যক্তিগত মত। সাংবাদিক বৈঠকে এই ধরনের মন্তব্য করার পর বিধায়ক অগ্নিমিত্রা পাল বুঝেছিলেন হয়তো তার মন্তব্য ঘিরে বিতর্ক হতে পারে। তাই তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, যে আমি সিবিআই চাইছি না। আমি কেন সবসময় সিবিআই চাইবো।

আমার মাইনের টাকায় পুলিশ রয়েছে। তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের হয়ে সিন্ডিকেট চালাবে ?আর কাঠ মানি গুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। অগ্নিমিত্রা পালের যুক্তি হল, তিনি বলতে চেয়েছেন, যার যা কাজ সেটা তাকেই করতে হবে। সেই অর্থেই তিনি বলেছেন পুলিশকেই তদন্ত করে সত্য সামনে আনতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যদিও তার এই বক্তব্যকে রাজনৈতিক হাতিয়ার করে সমাজ মাধ্যমে রাজনৈতিক বিতর্কে জোর ধোঁয়া দিতে শুরু করেছে রাজ্যের শাসক দল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ