বঙ্গের ভোটযুদ্ধে মমতার পাশে অখিলেশ-তেজস্বী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে কেন্দ্রীয় স্তরে বিজেপি তথা নরেন্দ্র মোদির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছেন তৃণমূল সুপ্রিমো। বিশষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে ভিন্ন রাজ্যের জনপ্রিয় নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াচ্ছেন। কার্যত একটাই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুখ। যার রাস্তা হয়ত পাকাপাকি ভাবে শুরু হবে ২০২১ থেকেই। ২০১৯ আপ্রান চেষ্টা করেছিলেন তৃণমূল সুপ্রিমো কিন্তু মোদি হাওয়ায় ভ্যানিশ হয়ে যায় বিরোধীরা। কিন্তু লড়াই চলছেই, যার মূল হল ২০২১ পশ্চিমবঙ্গ নির্বাচন। যাকে কেন্দ্র করে গোটা ভারত এখন চর্চিত। তাই বিরোধী নেতারা মমতার সঙ্গেও সমঝোতাতেই যাচ্ছেন। সেই তালিকায় বাদ যাননি আরজেডি প্রধান তেজস্বী যাদব।
ব্রিগেডে সংযুক্ত মোর্চার সঙ্গে না গিয়ে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আজ বিকেলে বৈঠক করলেন লালুপুত্র। জোট নিয়ে কিংবা রাজ্যে বিধানসভায় প্রার্থী নিয়ে আলোচনা প্রসঙ্গে মুখ না খুলে জল্পনা জিইয়ে রাখলেন দুই পক্ষ। দীর্ঘ ১৫ মিনিট নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে আলোচনা শেষে তেজস্বী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'আসন্ন বিধানসভা ভোটে দিদিকে জেতাতে পূর্ণ সমর্থন করব। আমার সর্বোচ্চ শক্তি দিদিকে জেতানোর জন্যই উৎসর্গ করব। দেশভাগ করে যে শক্তি সেই বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়েই লড়ব।' তেজস্বীর সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমি লড়ছি মানে তেজস্বী লড়ছে। তেজস্বী লড়ছে মানে আমি লড়ছি।' অর্থাৎ না মমতা না তেজস্বী, দু'জনের কেউই জোট কিংবা আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন না। অপরদিকে আজ তৃণমূলের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিলম্ব করছেন সুপ্রিমো।
অপরদিকে এনসিপির তরফে মুখ্যমন্ত্রীকে সমর্থন করা হয়েছে মমতাকেই। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন জানিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। আগেই মমতাকে সমর্থন জানিয়ে বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসাতে রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে শিবসেনা। ভোটের নির্ঘন্ট বাজার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নৈতিক সমর্থন আগামী ২০২৪-এ নতুন ইঙ্গিত দিচ্ছে বলাই যায়।
ব্রিগেডে সংযুক্ত মোর্চার সঙ্গে না গিয়ে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আজ বিকেলে বৈঠক করলেন লালুপুত্র। জোট নিয়ে কিংবা রাজ্যে বিধানসভায় প্রার্থী নিয়ে আলোচনা প্রসঙ্গে মুখ না খুলে জল্পনা জিইয়ে রাখলেন দুই পক্ষ। দীর্ঘ ১৫ মিনিট নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে আলোচনা শেষে তেজস্বী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'আসন্ন বিধানসভা ভোটে দিদিকে জেতাতে পূর্ণ সমর্থন করব। আমার সর্বোচ্চ শক্তি দিদিকে জেতানোর জন্যই উৎসর্গ করব। দেশভাগ করে যে শক্তি সেই বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়েই লড়ব।' তেজস্বীর সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমি লড়ছি মানে তেজস্বী লড়ছে। তেজস্বী লড়ছে মানে আমি লড়ছি।' অর্থাৎ না মমতা না তেজস্বী, দু'জনের কেউই জোট কিংবা আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন না। অপরদিকে আজ তৃণমূলের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিলম্ব করছেন সুপ্রিমো।
অপরদিকে এনসিপির তরফে মুখ্যমন্ত্রীকে সমর্থন করা হয়েছে মমতাকেই। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন জানিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। আগেই মমতাকে সমর্থন জানিয়ে বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসাতে রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে শিবসেনা। ভোটের নির্ঘন্ট বাজার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নৈতিক সমর্থন আগামী ২০২৪-এ নতুন ইঙ্গিত দিচ্ছে বলাই যায়।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment