এই মুহূর্তে




মমতার ডাকে সাড়া দিয়ে একুশের সভায় যোগ দেবেন অখিলেশ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: দিদির ডাকে সাড়া দিলেন ভাই। উত্তরপ্রদেশ থেকে তাই আগামিকাল বাংলায় আসছেন সমাজবাদী পার্টি(SP) সুপ্রিমো তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব(Akhilesh Yadav)। যোগ দেবেন তিনি একুশের জনসভায়(Ekushe July Programme)। কিছুদিন আগেই মুম্বই গিয়েছিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সময় মুম্বইয়ে অখিলেশের সঙ্গে দেখাও হয় তাঁর। সূত্রের দাবি, মমতা আর অখিলেশের মধ্যে মুম্বইয়ে যে সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল, সেই সময়েই মমতা অখিলেশকে আমন্ত্রণ জানান একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে। সেই ডাকেই সাড়া দিয়ে আগামিকাল সকালেই লক্ষ্মৌ থেকে কলকাতায়(Kolkata) চলে আসছেন অখিলেশ। একুশের সভায় মমতার পাশেই দেখা যাবে এই তরুণ নেতাকে। তবে এই ঘটনায় এখন বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। সেই সঙ্গে নিঃশব্দে বার্তা গিয়েছে কংগ্রেসের কাছেও।

মমতার সঙ্গে অখিলেশের সম্পর্ক বেশ ভাল বরাবরই। অখিলেশ তাঁর রাজনৈতিক জীবনে মমতার পরামর্শ ও উপদেশকে যথেষ্ট গুরুত্ব দেন। দুইজনের মধ্যে মাঝেমধ্যেই ফোনে কথাও হয়। অখিলেশের হয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রচার করতেও গিয়েছিলেন। আবার মমতার প্রস্তাবে সাড়া দিয়ে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে অখিলেশ উত্তরপ্রদেশের একটি আসন তৃণমূলের জন্য ছেড়েও দেন। সেই আসনে জয় না এলেও দুই দলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতাই বজায় রয়েছে। সেই উষ্ণতাই ধরে রেখে আগামিকাল একুশে জুলাইয়ের সভায় হাজির থাকবেন মমতা আর অখিলেশ যা জাতীয় স্তরের রাজনীতিতেও বড় বার্তা হিসাবে যেতে চলেছে। বিশেষ করে দিল্লিতে সংসদে বাজেট অধিবেশনের মধ্যে মমতা আর অখিলেশের একমঞ্চে থাকা কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে বেশ চাপের হয়ে উঠতে চলেছে। কেননা লোকসভা নির্বাচনে অখিলেশের দল উত্তরপ্রদেশে বেশ ভাল ফল করেছে। বিজেপিকে পিছনে ফেলে দিয়েছেন অখিলেশ। যার জেরে এখন যোগীর গদি টলমল করছে গোমতীর তীরে।

একুশের মঞ্চে অখিলেশের উপস্থিতি কংগ্রেসের কাছেও বেশ চাপের। কেননা মমতা বরাবরই বিজেপি বিরোধী জোটের অন্দরে কংগ্রেসের দাদাগিরি নিয়ে সরব হয়েছেন। তিনি এই প্রসঙ্গে যেমন INDIA জোটের বৈঠকেও সরব হয়েছেন তেমনি সরব হয়েছেন তৃণমূলের মঞ্চ থেকেও। কার্যত মমতা বরাবরই চেষতা চালাচ্ছেন জাতীয় স্তরের রাজনীতিতে বিশেষ করে কেন্দ্রের ক্ষমতায় এমন একটা আঞ্চলিক জোটকে ক্ষমতায় আনতে যার নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে থাকবে না। সেই কারণেই তিনি INDIA জোটের অনান্য শরিক দল যেমন সপা, এনসিপি-শরদ, শিবসেনা-উদ্ধব, রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, জেএমএম – এদের সঙ্গেও যোগাযোগ রাখেন এবং এদের নেতানেত্রীদের সঙ্গেও ব্যক্তিগত স্তরে যোগাযোগ রেখে চলেন। তবে এদের সকলের থেকে অখিলেশের সঙ্গেই মমতার সম্পর্ক সব থেকে ভাল। সেই সুদৃঢ় বন্ধনের প্রতীকই হয়ে উঠতে চলেছে আগামিকালের একুশের সভা। একই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেবেন মমতা আর অখিলেশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর