এই মুহূর্তে




খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন




নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় জুতো বিক্রেতা সংস্থা খাদিম গ্রুপের অন্যতম কর্ণধার পার্থপ্রতিম রায় বর্মনকে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আখতার হোসেনকে বেকসুর মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আখতারকে নিঃশর্ত মুক্তি দিয়েছে। আখতারের আইনজীবী কল্লোল মণ্ডল জানিয়েছেন, ২০০১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ১১ টা নাগাদ খাদিম গ্রুপের কর্ণধার পার্থপ্রতিম রায় বর্মনকে তাঁদের তপসিয়া রোডের গোডাউনে যাওয়ার সময়ে অপহরণ করা হয়। পার্থবাবুকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেন কয়েকজন সশস্ত্র দুষ্কৃতীরা। সেই সময়ে পার্থবাবু অপহরণ করার প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁরই গাড়ির চালক নবকুমার মণ্ডল। তিনি প্রথমে পরমা তদন্ত কেন্দ্রে অপহরণের অভিযোগ জানান।

এরপর পার্থবাবুর ভাই সিদ্ধার্থ রায় বর্মন তিলজলা থানায় অভিযোগ জানান। অপহরণের মামলায় নাম ছিল আখতার হোসেনের। কিন্তু তিনি পলাতক ছিলেন।পরে তাঁকে গ্রেফতার করা হয় এবং বিচারের জন্যে আদালতে হাজির করানো হয়। এই বিষিয়ে পুলিশ জানিয়েছে, পার্থবাবুকে অপহরণের পর একটি ভুতুড়ে বাংলোয় রাখা হয়েছিল। যার পাহারায় ছিলেন আখতার। এবং তাঁর কাছে ৫ কোটি মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু তিনি ৩ কোটি ৭৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে সক্ষম হন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আখতার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, যে বন্দুক দিয়ে খাদিম কর্তাকে গুলি করা হয়েছিল, সেটি তিনিই সাপ্লাই দিয়েছিলেন। এরপর ২০১৭ সালের ১২ ডিসেম্বর আখতার-সহ মোট ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপহরণ, ষড়যন্ত্র, ও অস্ত্র আইনের অধীনে সকলকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের মধ্যে বৃহস্পতিবার আখতারকে নিঃশর্ত মুক্তি দিল কলকাতা হাইকোর্ট।

আখতারের আইনজীবী বলেছেন, আখতারকে দোষী সাব্যস্ত করা হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনটাই প্রমাণ হয়নি। এমনকী পার্থপ্রতিম রায় বর্মনকে অপহরণ করে যে ভুতুড়ে বাংলোয় রাখা হয়েছিল এবং সেখানে পাহারায় ছিলেন আখতার, এমন কিছু প্রমাণিত হয়নি। এছাড়া তাঁকে কোনও সাক্ষী আদালতে শনাক্ত করতে পারেনি। অবশেষে ১৬ জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়। এবং মার্চ অবধি রায়দান স্থগিত রেখেছিল আদালত। এবং বৃহস্পতিবার রায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেকসুর মুক্তি পেলেন আখতার হোসেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর