এই মুহূর্তে




বুধে বিধায়ক পদে শপথ নেবেন কালীগঞ্জের উপনির্বাচনে জয়ী আলিফা




নিজস্ব প্রতিনিধি: সৌভাগ্যবতী বটে সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। বিধায়ক পদে তাঁর শপথ নিয়ে এবার আর কোনও বাগড়া দেয়নি রাজভবন। ফলে আগামী বুধবার (২ জুলাই) বিধানসভা ভবনে বিধায়ক পদে শপথ নেবেন আলিফা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছর ধরেই উপনির্বাচনে জয়ীদের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনের এক টানাপোড়েন চলছিল। ওই টানাপোড়েনের ফলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বায়রন বিশ্বাসদের শপথগ্রহণ নিয়ে জটিলিতাও দেখা দিয়েছিল। অনেকক্ষেত্রে রাজভবনের তরফে অযাচিত হস্তক্ষেপ ঘটিয়ে বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। যা নিয়ে বিধানসভার সঙ্গে রাজভবনের বেনজির সঙ্ঘাতও তৈরি হয়েছিল। ফলে এবারও আলিফা আহমেদের বিধায়ক পদে  শপথগ্রহণ নির্বিঘ্নে হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সেই জটিলতা কেটেছে। আগামী বুধবার (২ জুলাই) বিধায়ক পদে আলিফার শপথগ্রহণে সম্মতি দিয়েছে রাজভবন। ফলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পদাধিকারীরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জ আসন থেকে ৫১ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। খড়কুটোর মতো ভেসে গিয়েছেন তাঁর দুই প্রতিপক্ষ বিজেপির আশিস ঘোষ ও কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ। পেশায় প্রথিতযশা তথ্য-প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সির ‘প্রজেক্ট ম্যানেজার’ আলিফা। বাবা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের হাত ধরেই রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে বাজিমাত করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ