এই মুহূর্তে

উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা পার্থ’র, জেরায় দাবি অর্পিতার

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে হল ২৭ কোটি ৯০ লাখ। এর আগে তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লাখ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সব মিলিয়ে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৬ কেজি সোনাও বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। আর এই বাজেয়াপ্ত হওয়া টাকা নিয়ে টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে জেরায় দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা বেলা ১২টার কিছু ক্ষণ আগে অর্পিতার বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দেন। রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে তল্লাশি চালাতে যাওয়ার সময় তদন্তকারীদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে সেই ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকায় এক চাবি তৈরি করার কারিগরকে ডেকে আনেন ইডি আধিকারিকরা। কিন্তু সেই কারিগরও চাবি তৈরি করতে পারেনি। অবশেষে দরজা ভেঙে ঘরে ঢোকেন তদন্তকারীরা। ঘরের মধ্যে ঢুকে ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। সেই সঙ্গে উদ্ধার হয় ৪.৩১ কোটি টাকার সোনা। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত ১৯ ঘণ্টা ধরে চলে ইডির এই তল্লাশি অভিযান।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে গত ২২ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে যান। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপাশি ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও হানা দেন তদন্তকারীরা। সেদিনই তাঁকে গ্রেফতার করেন ইডির তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বরাহনগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর